নয়াদিল্লি: ক্রীড়া তারকারা প্রায়ই নিজেদের চুলের স্টাইল পরিবর্তন করেন। শ্রীলঙ্কায় সদ্যসমাপ্ত নিদাহাস ট্রফিতে বিশ্রাম দেওয়া হয়েছিল কোহলি। ওই অবসর পর্বটি চুটিয়ে উপভোগ করেছেন ভারতীয় দলের অধিনায়ক। এরইমধ্যে আইপিএলের নয়া মরশুমের আগে নিজের নয়া হেয়ার স্টাইল প্রকাশ্যে আনলেন কোহলি। নিজের চুলের এই নয়া স্টাইলের ছবি তিনি তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন। ক্যাপশনে জনপ্রিয় হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিমের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।



চলতি মাসের গোড়াতেই কোহলিকে একটি ট্যাটু পার্লারে দেখা গিয়েছিল। জল্পনা, তিনি হয়ত নতুন কোনও ট্যাটু এঁকেছেন শরীরে।