ব্যাঙ্কক: করোনাভাইরাস আক্রান্ত ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। করোনা অতিমারীর কারণে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রীড়া অনুষ্ঠান বন্ধ ছিল। ধীরে ধীরে বিভিন্ন ক্রীড়া টুর্নামেন্ট শুরু হয়েছে। এরইমধ্যে সাইনার ইয়োনেক্স থাইল্যান্ড ওপেন সুপার ১০০০ টুর্নামেন্টে অংশগ্রহণের কথা । এই টুর্নামেন্ট ১২ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত হবে। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় এবার করোনার টুর্নামেন্টে খেলা কঠিন হয়ে পড়ল।
এর আগে ২০১২-র লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী বিডব্লুএফ কর্তৃক কোভিড-১৯ প্রোটোকল অনুযায়ী জারি বিভিন্ন নিষেধাজ্ঞা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে কয়েকটি ট্যুইট করেছিলেন। সাইনা ট্যুইট করেছিলেন, পরীক্ষায় সবার ফলাফলই নেগেটিভ আসার পরও প্রশিক্ষক ও ফিজিও আমাদের আমাদের সঙ্গে দেখা করতে পারবেন না? চার সপ্তাহ নিজেকে ফিট রাখব কীভাবে। আমরা সুপরিস্থিতিতে টুর্নামেন্ট খেলতে চাই। দয়া করে এর সমাধান বের করুন।
ভারতের পুরো দল বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালের দুটি সুপার ১০০০ প্রতিযোগিতায় অংশ নিতে থাইল্যান্ডের রাজধানীতে রয়েছে। সাইনা আর একটি ট্যুইটে লেখেন, আমাদের ওয়ার্মআপ/ কুলডাউন/স্ট্রেচিং-এর জন্য সময় দেওয়া হচ্ছে না। আমরা এখানে বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতার কথা বলছি।
সাইনা আরও বলেন, আমরা ফিজিও ও ট্রেনারকে নিয়ে আসতে বেশ অর্থব্যয় করেছি। ওঁরা যদি আমাদের সাহায্য না করতে পারেন, তাহলে সে কথা আমাদের আগে থেকে কেন বলা হল না?
উল্লেখ্য, এইচ এস প্রণয়, পারুপল্লি কাশ্যপ, সমীর বর্মা, ধ্রুব কপিলা, মনু অত্রি টুর্নামেন্টে অংশ নিতে ব্যঙ্ককে পৌঁছন। পারুপল্লি কাশ্যপ স্ত্রী সাইনার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লিখেছিলেন, দীর্ঘ অপেক্ষার পর আমরা থাইল্যান্ডে কোর্টে ফিরতে চলেছি। মাঠে নামতে মুখিয়ে রয়েছি।
উল্লেখ্য, টোকিও অলিম্পিকে কোয়ালিফাই করার জন্য সাইনার পাশে মার্চ পর্যন্ত সময় রয়েছে। এরমধ্যে সাইনা এই বিষয় নিয়ে চিন্তিত ছিলেন যে, উপযুক্ত প্রশিক্ষণের অভাব তাঁর পারফরম্যান্সের ওপর প্রভাব ফেলতে পারে। বিশ্বের প্রাক্তন এক নম্বর খেলোয়াড় বিডব্লুএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু এতে কোনও ফল মেলেনি। তিনি বলেন, পুরো দলের অনুশীলনের জন্য মাত্র এক ঘন্টা সময় মিলছে। ওই সময়েই জিম করতে হয়। অলিম্পিকে কোয়ালিফিকেশনের জন্য মার্চ পর্যন্ত সময় রয়েছে। এই পরিস্থিতিতে ফিটনেসের জন্য তা খুব একটা সুবিধাজনক নয়।