পানাজি: আইএসএলে কোভিড থাবা বসিয়েছে। আগামীকাল মুখোমুখি হওয়ার কথা এটিকে মোহনবাগান (atk mohun bagan) ও বেঙ্গালুরু এফসির। কিন্তু ২ শিবিরেই করোনা (covid 19)) আক্রান্ত হয়েছেন একজন করে সাপোর্ট স্টাফ। এই পরিস্থিতিতে আগামীকালের ম্যাচ আদৌ করা যাবে কি না তা নিইয়ে আজ একটি বৈঠক হওয়ার কথা। এরপরই জানা যাবে আদৌ ম্যাচ করা সম্ভব কি না। উল্লেখ্য, গতকাল কোনো দলই অনুশীলনে নামেনি। এমনকী পিছিয়ে দেওয়া হয়েছে বেঙ্গালুরুর শুক্রবারের সাংবাদিক বৈঠকও। নিয়ম অনুযায়ী ২ দলেরই ১৫ জনের করোনা রিপোর্ট নেগেটিভ হতে হবে ম্যাচে নামার আগে।
এটিকে মোহনবাগান দিয়ে শুরু হয়েছিল, আইএসএল-এ ক্রমেই দীর্ঘ হচ্ছে করোনাভাইরাসের কালো ছায়া। আক্রান্ত হয়েছিলেন ওড়িশা এফসি-র এক ফুটবলার। এর আগে এটিকে মোহনবাগান ও এফসি গোয়ার ফুটবলাররা করোনা আক্রান্ত হন। এটিকে মোহনবাগানের ম্যাচও স্থগিত হয়ে যায়। এবার বায়ো-সিকিওর বাবলে থাকা সত্ত্বেও আইএসএল-এর তৃতীয় দল হিসেবে ওড়িশার অন্দরে ঢুকে পড়ল করোনা। এই ঘটনায় সব দলই চিন্তিত। নতুন করে আর কোনও ফুটবলার যাতে করোনা আক্রান্ত না হন, তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে কোভিডের কারণে আই লিগ স্থগিত হয়ে গিয়েছিল। তা পিছিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আইএসএল বায়ো বাবলের মধ্যে সুস্থভাবেই হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত করোনা হানা দিলই আইএসএলে। এর আগে এটিকে মোহনবাগান দলের রয় কৃষ্ণ ও সন্দেশ ঝিঙ্ঘান করোনা আক্রান্ত হয়েছিলেন। কয়েকদিন আগেই আইএসএল-এর সিইও মার্টিন বেন সব ক্লাবকে জানিয়ে দিয়েছেন, বারবার ম্যাচ স্থগিত রাখা সম্ভব হবে না। ১৫ জন ফুটবলার সুস্থ থাকলেই ম্যাচ হবে। তার কম ফুটবলার সুস্থ থাকলে হয়তো ম্যাচ স্থগিত রাখার চেষ্টা করা হবে। তবে সেটা যদি একান্ত সম্ভব না হয়, তাহলে যে দলের ফুটবলাররা করোনা আক্রান্ত, তাদের বিপক্ষ দলকে সেই ম্যাচে ৩-০ গোলে জয়ী দেখানো হবে।