নয়াদিল্লি: ইংল্যান্ড সফরে কোভিড ধাক্কা ভারতীয় দলে (Indian Cricket Team)। করোনা আক্রান্ত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আপাতত টিম হোটেলে আইসোলেশনে (Isolation) রয়েছেন রোহিত। ভারতীয় ক্রিকেট বোর্ডের (Cricket Board) তরফ থেকে ট্যুইট করে এই খবর জানানো হয়েছে। শনিবার র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে রোহিতের কোভিড ধরা পড়ে।


করোনা আক্রান্ত রোহিত শর্মা


করোনা আক্রান্ত অধিনায়ক রোহিত শর্মা। র‍্যাপিড অ্যান্টিজেন (Rapid Antigen) টেস্টে তিনি করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে। আজ রবিবার, তাঁর আরটিপিসিআর (RT-PCR) পরীক্ষা করা হবে। আপাতত তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন।


প্রসঙ্গত, ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়েছিল গত বছরে। কিন্তু চতুর্থ টেস্ট ম্যাচের পর করোনার ধাক্কায় সেই সিরিজ স্থগিত হয়ে যায়। পরবর্তীকালে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে ঠিক হয় যে বাকি থেকে যাওয়া পঞ্চম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০২২ সালে। সেই টেস্ট ম্যাচ ১ জুলাই বার্মিংহামে হওয়ার কথা। সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। পঞ্চম টেস্টেই এই সিরিজের ভাগ্য নির্ধারণ হওয়ার কথা। ভারতীয় দল ইতিমধ্যেই ইংল্যান্ড পৌঁছে গিয়েছে। লেস্টারশায়ারের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে খেলেছেন রোহিতও।


আরও পড়ুন: Virat Kohli: ও খেলতে এসেছে না ছবি তুলতে? সমর্থককে প্রশ্ন বিরক্ত কোহলির


এবারও ম্যাচ শুরুর আগে করোনার রক্তচক্ষু। আর অশ্বিন (R Ashwin) করোনা আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে ইংল্যান্ড (England) যেতে পারেননি। তবে পরে সুস্থ হয়ে ভারতীয় শিবিরে যোগ দেন তিনি। এছাড়াও সিরিজের শেষ ম্যাচ শুরুর আগে বিরাট কোহলির (Virat Kohli) করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। জানা যায় আইপিএলের পর মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন বিরাট। সেখান থেকে ফেরার পরই সংক্রমিত হন। তবে তিনিও এখন সুস্থ। প্রস্তুতি ম্যাচে তিনিও খেলেছেন।