আবু ধাবি: খেলোয়াড়দের ছোটখাটো শৃঙ্খলাভঙ্গের জন্য জরিমানা বাবদ যে টাকা এতদিন ধরে জমা হয়েছে, তার পুরোটাই বিশেষ কারণে দান করে দৃষ্টান্ত গড়ল ভারতীয় ফুটবল দল। ইন্ডিয়ান ব্লাইন্ড ফুটবল ফেডারেশন (আইবিএফএফ)-কে ৫০ হাজার টাকা দানের সিদ্ধান্ত নিল ভারতের ফুটবল দল।
গত কয়েক বছর জাতীয় দলের খেলোয়াড়দের অনুশীলনে দেরিতে আসা, খাবার সময় মোবাইল নিয়ে আসা, ভুল পোশাক পরার মতো ছোটখাটো শৃঙ্খলাভঙ্গের জন্য জাতীয় দলের সদস্যদের কাছ থেকে গত কয়েক বছর ধরে ওই জরিমানা আদায় করা হয়েছে। ‘ব্লু টাইটার’রা সেই টাকাটাই আইবিএফএফ-কে দেওয়া সিদ্ধান্ত নিল।
হেড কোচ স্টিফেন কনস্ট্যানটাইন বলেছেন, ওদের পাশে দাঁড়ানোটা গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, দৃষ্টিহীন ফুটবলাররা যে ফুটবল ব্যবহার করেন, সেগুলির প্রত্যেকটির দাম ৫০ মার্কিন ডলারের মতো। তাই ওদের কিছু বল কেনার জন্য আমরা সাহায্য করছি।
আগামী বৃহস্পতিবার এশিয়ান কাপের গ্রুপ ম্যাচে আয়োজক সংযুক্ত আরব আমিরশাহীর মুখোমুখি হবে ভারত। তার আগে কোচ বললেন, জাতীয় দলের সবাই, খেলোয়াড় ও স্টাফ-আমরা সবাই জরিমানা বাবদ আদায় করা অর্থ কোনও একটি ভালো কাজে লাগাতে রাজি হয়। এটা একটা খুবই ক্ষুদ্র প্রয়াস। কিন্তু এটা দেখাল, আমরা পারি।
গোলরক্ষক গুরপ্রিত সিং সান্ধু বলেছেন, প্লেয়াররা সবাই স্বতঃস্ফুর্তভাবে সমর্থন করেছে। এই অর্থ দিয়ে অন্যদের সাহায্য করার ধারনাটা আমাদের সবারই খুব পছন্দ হয়েছে।
আইপিএফএফের স্পোর্টিং ডিরেক্টর সুনীল জে ম্যাথু এই উদ্যোগের জন্য ভারতীয় দলকে ধন্যবাদ জানিয়েছেন।
ইন্ডিয়ান ব্লাইন্ড ফুটবল ফেডারেশনকে ৫০ হাজার টাকা দান করল ভারতীয় ফুটবল দল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jan 2019 08:30 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -