সিডনি: প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) চার উইকেটের দুরন্ত জয় দিয়ে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুরু করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। এবার টিম ইন্ডিয়ার পরবর্তী প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ডাচদের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল। তার আগে ইতিমধ্য়েই সিডনি পৌঁছে গিয়েছেন রোহিত শর্মারা। সেখানে পৌঁছে অনুশীলনও সেরে ফেললেন রোহিতরা।
ঘাম ঝড়ালেন রোহিত, বিরাটরা
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে রান পাননি রোহিত। তবে সিডনি ক্রিকেট মাঠের নেটে তাঁকে বেশ ভাল ছন্দেই দেখিয়েছে। রোহিতের ওপেনিং পার্টনার কেএল রাহুলও এদিন অনুশীলনে ঘাম ঝড়ান। তাঁর সঙ্গে গত ম্যাচের নায়ক বিরাট কোহলিকেও নেটে ব্যাটিং করতে দেখা গিয়েছে। অনুশীলনে দীনেশ কার্তিক ও রাহুল, দলের দুই স্পিনার যুজবেন্দ্র চাহাল ও রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে ব্যাট করেন। কার্তিককে কোহলির পাশাপাশি থ্রো-ডাউনের বিরুদ্ধেও ব্যাট করতে দেখা গিয়েছে। গোটা অনুশীলনটাই প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের কড়া নজরদারিতে সম্পন্ন হয়।
অনুশীলনে অনুপস্থিত শামি, হার্দিকরা
ঋষভ পন্থও এদিন অনুশীলন করেন। তবে এদিন হার্দিক পাণ্ড্য, সূর্যকুমার যাদবরা অনুশীলন করেননি। বোলারদের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে খেলা তিন পেসারের কেউই এদিন ভারতীয় অনুশীলনে উপস্থিত ছিলেন না। মহম্মদ শামি, অর্শদীপ সিংহ, ভুবনেশ্বর কুমাররাও হার্দিকদের মতোই এদিন বিশ্রাম করার সিদ্ধান্ত নেন। ম্যাচের আগে এখনও একদিন বাকি রয়েছে। কাল, বুধবার হয়তো শামিদের অনুশীলন করতে দেখা যাবে।
করোনা আতঙ্ক
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) নিজেদের প্রথম ম্যাচেই ৮৯ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছিল অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ, মঙ্গলবার (২৫ অক্টোবর) এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি (AUS vs SL) হবে গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই অস্বস্তি অজি শিবিরে। কোভিডের কারণে সম্ভবত শ্রীলঙ্কা ম্যাচে খেলতে পারবেন না তারকা অজি স্পিনার অ্যাডাম জাম্পা (Adam Zampa)।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান নিয়ম অনুযায়ী, একজন ক্রিকেটার করোনা পজিটিভ হলেও, তাঁর ম্যাচ খেলার ওপর কোনও নিষেধাজ্ঞা নেই। তিনি মাঠে নামতেই পারেন। এই বিশ্বকাপে করোনা পজিটিভ হওয়া সত্ত্বেও আয়ার্ল্যান্ডের হয়ে তাদের সুপার ১২-র প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন জর্জ ডকরেল। তবে তাঁর ক্ষেত্রে আইরিশ মেডিক্যাল দল বাড়তি কিছু সুরক্ষা অবলম্বন করেছিল বটে। ডকরলে বাকি আইরিশ দলের থেকে পৃথকভাবেই সফর করেন এবং তাঁর কথা বলা থেকে মেলামেশা, সবই নিয়ন্ত্রিত ছিল। জাম্পাও একই নিয়ম মেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামতেই পারেন।
আরও পড়ুন: শেষ চার ওভারে ৫৪ রান তুলে জয়, রেকর্ড ভারতের