কেপটাউন: প্রথম টেস্টেই হারতে হয়েছে। দ্বিতীয় টেস্টে তাই জয় ছাড়া সিরিজ বাঁচানোর আর কোনও রাস্তা নেই ভারতের সামনে। আগামী বুধবার থেকে কেপটাউনে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট তিনদিনের মাথায় শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে শনিবার ঐচ্ছ্বিক অনুশীলনের বন্দোবস্ত করা হয়েছিল। আগামীকাল কেপটাউনের উদ্দেশে রওনা দেবে ভারতীয় ক্রিকেট দল।


ভারতীয় এ দলের ক্রিকেটারদের ছেড়ে দেওয়া হয়েছে। রিঙ্কু সিংহও রয়েছেন সেই তালিকায়। প্রথম টেস্টে আনঅফিশিয়াল সদস্য হিসেবে ছিলেন রিঙ্কু। রুতুরাজ গায়কোয়াড ও মহম্মদ শামির অনুপস্থিতিতে ফিল্ডিংয়ে দলকে সাহায্য করেছিলেন রিঙ্কু। রিজার্ভ প্লেয়ারদের মধ্যে জাডেজা পুরো ফিট ছিলেন না। উইকেট কিপার ব্যাটার কে এস ভরত শুধু ফিট ছিলেন। মুকেশ কুমার ছাড়া তাই রিঙ্কুকে দলের সঙ্গে রাখা হয়েছিল। 


শুক্রবার পর্যন্ত ভারতীয় এ বনাম দক্ষিণ আফ্রিকা এ দলের ম্যাচ খেলছিলেন অভিমন্যু ঈশ্বরণ। তিনি সিনিয়র দলের সঙ্গে যোগ দিচ্ছেন। আবেশ খানও দলের সঙ্গে যোগ দিতে চলেছেন। জাডেজাও ক্রমে ফিট হয়ে উঠেছেন। কেপটাউন টেস্টের গেই তিনজন দলের সঙ্গে যোগ দেবেন। 


এদিকে, প্রথম টেস্টে ভারতীয় দলকে দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলিং বিভাগ বিপাকে ফেলেছিল। সেই বোলিং বিভাগের অংশ ছিলেন জেরাল্ড কোয়েৎজা (Gerald Coetzee)। তিনিই চোটের জেরে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন। প্রথম টেস্ট চলাকালীন শ্রোণীর প্রদাহ রোগে ভুগছিলেন কোয়েৎজা। তিনি ম্যাচে সেই নিয়েই বল করে চলায় কষ্ট আরও বাড়ে। এর জেরেই তাঁকে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যেতে হল। তরুণ ফাস্ট বোলারকে নিয়ে দক্ষিণ আফ্রিকান ম্যানেজমেন্ট কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয়।


সেই কারণেই তাঁকে দল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া কোচ সুখরি কনরাড। কোয়েৎজার দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যাওয়ার কথা প্রোটিয়া ম্যানেজমেন্টের তরফে সরকারিভাবে ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে। তবে কোয়েৎজাকে দল থেকে ছেড়ে দেওয়া হলেও কিন্তু দক্ষিণ আফ্রিকার তরফে তাঁর বদলি হিসাবে কোনও ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়নি।


প্রসঙ্গত, প্রথম টেস্টে ভারত লজ্জাজনক হারের সম্মুখীন তো হয়েইছে, পাশাপাশি আইসিসির শাস্তির মুখেও পড়তে হয়েছে টিম ইন্ডিয়াকে। দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে লজ্জাজনক হারেই ভারতীয় শিবিরের যন্ত্রণা শেষ হয়ে যাচ্ছে না। বরং তা আরও বাড়িয়ে দিল আইসিসি-র (ICC ) এক সিদ্ধান্ত। সেঞ্চুরিয়ন টেস্টে স্লো ওভার রেটের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট টেবিলে ভারতের ২ পয়েন্ট কেটে নেওয়া হল। পরপর দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ভারতের কাছে যা বড় ধাক্কা।