কুলিজ: একটি ই-মেলের পরিপ্রেক্ষিতে ওয়েস্ট ইন্ডিজ সফররত ভারতীয় দলের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হল। বিসিসিআই গতকাল ওই ই-মেল পায়। এরপরেই বিরাট কোহলিদের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হচ্ছে। ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে অ্যান্টিগা সরকারকে বিষয়টি জানানো হয়েছে। যদিও পরে বিসিসিআই-এর এক কর্তা জানান, ‘আমরা নিরাপত্তা সংস্থাগুলিকে খবর দিই। এরপর জানা যায়, ই-মেলটি ভুয়ো ছিল। আমরা অ্যান্টিগায় হাই কমিশনকে খবর দিই। হাই কমিশনের পক্ষ থেকে অ্যান্টিগা সরকারকে বিষয়টি জানানো হয়। ক্রিকেটারদের নিরাপত্তার সঙ্গে যাতে আপস করা না হয়, সেটি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বিসিসিআই।’


ভারতীয় দল এখন ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে। ই-মেলটি ভুয়ো বলে জানালেও, ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কিছুটা হলেও চিন্তায় পড়ে গিয়েছেন বিসিসিআই কর্তারা।

বিরাটরা অবশ্য শুধু খেলা নিয়েই ভাবছেন। ভারতীয় দলের অধিনায়ক জানিয়েছেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অত্যন্ত উত্তেজক। আমার মনে হয়, টেস্ট ক্রিকেটের জন্য উপযুক্ত সময়েই এই প্রতিযোগিতা হচ্ছে। আমরা দ্বিপাক্ষিক সিরিজ খেললেও, এর গুরুত্ব অনেক বেশি। প্রতিটি সিরিজের জন্য পরিকল্পনা করতে হচ্ছে। আমি এরকম কিছু চাইছিলাম। সেটা হচ্ছে বলে খুব ভাল লাগছে।’