নয়াদিল্লি:  ইয়ান জেলেজনির। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে এই নামটির সঙ্গে এখনও সেভাবে কেউ পরিচিতি লাভ করেননি। তবে হতেই পারে, খুব দ্রুত হয়ত অনেকেই চিনে যাবেন এই মানুষটিকে। আসলে এই মানুষটিই হতে চলেছেন নীরজ চােপড়ার কোচ। আগামী মরশুম শুরু করার আগেই নতুন কোচ ঠিক করে ফেললেন ভারতের হয়ে অলিম্পিক্সে জোড়া পদকজয়ী এই জ্যাভলিন তারকা। ক্লজ বার্তোনিৎজের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ছিন্ন করেছিলেন কিছুদিন আগেই। এরপরই এই নতুন কোচের নামও প্রকাশ্যে এল। 


চেক প্রজাতন্ত্রের প্রাক্তন জ্যাভলিন তারকা জেলেজনিও বিশ্বমঞ্চে যথেষ্ট নামডাক রয়েছে। ১৯৯২, ১৯৯৬, ২০০০ অলিম্পিক্সের মঞ্চে সোনা জিতেছিলেন তিনি। এমনকী ১৯৯৮ অলিম্পিক্সে রুপো জিতেছিলেন জেলেজনি। ১৯৯৬ সালে ৯৮.৪৮ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন ৫৮ বছরের প্রাক্তন এই জ্যাভলিন তারকা। যা এখনও বিশ্বরেকর্ড হয়ে আছে। 


নিজেই নতুন কোচের বিষয় নীরজ জানিয়েছেন সম্প্রতি। ছোটবেলা থেকেই জেলেজনির ভক্ত নীরজ। টোকিও অলিম্পিক্সে সােনাজয়ী ও প্যারিসে রুপোজয়ী নীরজ বলছেন, ''আমাদের দুজনের জ্যাভলিন ছোড়ার ধরণও একইরকম। আমি বড় হওয়ার পথে ওঁনার প্রচুর ভিডিও দেখতাম। সে সময়ের অন্য়তম সেরা ছিলেন ইয়ান। ওঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। আমার কাছে এটা খুবই গর্বের বিষয়।''


প্যারিস অলিম্পিক্সের আগেই অ্যাথলিটদের সঙ্গে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মজা করে নীরজকে বলেছিলেন, তিনি এখনও চুরমা পাননি। নীরজের মায়ের হাতে তৈরি এই চুরমার প্রশংসা একাধিকবার তারকা অ্যাথলিটের মুখেই শুনে, সেই চুরমা খাওয়ার আবদারও করেছিলেন প্রধানমন্ত্রী। তবে সেই আবদার পূরণ না হওয়ায় নীরজকে মজার ছলেই খোঁচা দিয়েছিলেন তিনি। নীরজ কিছুদিন আগেই এক অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে চুরমা খাইয়েছিলেন। যা খেয়ে প্রধানমন্ত্রী স্বয়ং নীরজের মা-কে চিঠি লিখে লিখেছিলেন, ''প্রণাম নেবেন। আশা করছি আপনি সুস্থ,সবল ও আনন্দে রয়েছেন। জামাইকার প্রধানমন্ত্রীর ভারত সফরের উদযাপন করতে যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেই অনুষ্ঠানে আমি ভাই নীরজের সঙ্গে দেখা করি। ও কথা বলতে বলতেই আমায় আপনার হাতে তৈরি দুরন্ত চুরমা দেয়। সেটা দেখেই আমার আনন্দ অনেকাংশে বেড়ে গিয়েছিল। আর সেটা খাওয়ার পর আমার তো আপনাকে চিঠি লিখতেই হত। নীরজ এর আগেও আমায় বহুবার এই চুরমার কথা বলেছে। আজ এটা মুখে দিতেই আমি আবেগঘন হয়ে পড়ি। আপনার ভালবাসা ও স্নেহ দিয়ে তৈরি করা এই বিশেষ উপহার আমায় আমার মায়ের কথা মনে করিয়ে দেয়।''