এজবাস্টন: দুরন্ত ফর্মে রয়েছেন ঋষভ পন্থ। এজবাস্টন টেস্টে প্রথম ইনিংসে ১৪৬ রানের বিশাল ইনিংস খেলেছেন। তাও মাত্র ১১১ বলে। এবার ম্যাচের চতুর্থ দিন আরও একটি রেকর্ড গড়ে ফেললেন এই তরুণ উইকেট কিপার ব্যাটার। ভারতীয় ব্যাটারদের মধ্যে এক টেস্টে ২ ইনিংস মিলিয়ে সর্বাধিক রানের মালিক এখন পন্থই। প্রথম ইনিংসে ১৪৬ রান করে আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করেন এই বাঁহাতি। তবে দুর্ভাগ্যজনকভাবে জ্যাক লিচের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে স্লিপে রুটের হাতে ক্যাচ দিয়ে বসেন পন্থ। ২ ইনিংস মিলিয়ে পন্থের ঝুলিতে এই টেস্টে ২০৩ রান। যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ কোনও একটি টেস্টে। 


পন্থের পরে তালিকায় কে কে রয়েছেন?


এজবাস্টনে রেকর্ড গড়ার সঙ্গে সঙ্গেই পন্থ ভেঙে দিয়েছেন ৬৯ বছরের পুরনো বিজয় মঞ্জরেকরের রেকর্ড। ১৯৫৩ সালে কিংস্টোনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক টেস্টে ২ ইনিংস মিলিয়ে ১৬১ রান করেছিলেন তিনি। প্রথম ইনিংসে ৪৩ ও দ্বিতীয় ইনিংসে ১১৮ রান করেছিলেন তিনি। এতদিন এটিই ছিল সর্বোচ্চ স্কোর এক টেস্টে কোনও ভারতীয় ব্যাটারের। তবে তালিকায় তৃতীয় ও পঞ্চম স্থানেও পন্থই রয়েছে। ২০১৯ সালে সিডনি টেস্টে অপরাজিত ১৫৯ রানের ইনিংস খেলেছিলেন তরুণ এই ব্যাটার। ২০১১ সালে বার্মিংহ্যামেই ২ ইনিংস মিলিয়ে ১৫১ রান করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। এছাড়া গত বছর সিডনিে প্রথম ইনিংসে ৩৬ ও দ্বিতীয় ইনিংসে ম্যাচ জেতানো ৯৭ রান করেছিলেন পন্থ। মোট সেই ম্যাচে পন্থ করেন ১৩৩ রান। 


প্রথম ইনিংসে ২০টি বাউন্ডারি ও ৪টি ছক্কার সাহায্যে ১১১ বলে ১৪৬ রানের ইনিংস খেলেছিলেন পন্থ। ভারতও ৪১৬ রান বোর্ডে তুলে নিয়েছিল। দ্বিতীয় ইনিংসে লিচের বলে যখন আউট হয়ে ফিরছেন, তখন তাঁর নামের পাশে ৫৭ রান। 


আরও পড়ুন: ''কেরিয়ারের সবচেয়ে অন্ধকারময় সময়'', ট্যুইটারে বিরাটকে নিয়ে হাজারো প্রশ্ন