হিরোশিমা: এশিয়ান চ্যাম্পিয়ন জাপানকে হারিয়ে হিরোশিমায় স্মরণীয় ইতিহাস লিখল ভারতীয় মহিলা হকি দল। রবিবার দেশের মাটিতেই ভারতের কাছে ৩-১ গোলে হারে জাপান। খেলা শুরুর ৩ মিনিটেই প্রথম গোল করে ভারতকে এগিয়ে দেন ক্যাপ্টেন রানী রামপাল। ১১ মিনিটে গোল শোধ করেন জাপানের ক্যানন মোরি।  ৪৫ ও ৬০ মিনিটে পরপর ২টি গোল করে দলকে জয় এনে দেন ড্র্যাগ ফ্লিকার গুরজিতৎ কৌর। প্রসঙ্গত, এফআইএইচ সিরিজ জয়ের সঙ্গে সঙ্গে ২০২০ অলিম্পিক কোয়ালিফায়ার্সেও জায়গা পাকা করে নিয়েছে ভারতীয় মহিলা হকি দল।





এই সাফল্যের পর ভারতীয় মহিলা হকি দলকে ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, “অসাধারণ খেলা, চমৎকার প্রদর্শন। এফআইএইচ সিরিজ জয়ী আমাদের দলকে অভিনন্দন।”