দুবাই: আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে ভারতীয় মহিলা দলের অবস্থান বেশ ভাল। প্রথম স্থানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের পরে তৃতীয় স্থানে রয়েছে ভারতীয় মহিলা দল।


অস্ট্রেলিয়ার পয়েন্ট ২৯১, ইংল্যান্ড ২৮০। ২৭০ পয়েন্ট নিয়ে ভারত তৃতীয় স্থানে। ভারতের ঠিক পরেই নিউজিল্যান্ড পয়েন্ট ২৬৯। ভারতের মতো ব্রিক গোষ্ঠীভুক্ত আরেক দেশ ব্রাজিল অনেকটা উপরে উঠে এসেছে। ২৭ থেকে ১১ নম্বরে উঠে এসেছে লাতিন আমেরিকার এই দেশ।


তবে অবনমন ঘটেছে মালয়েশিয়ার। ৩১তম স্থানে থাকা মালয়েশিয়া এখন ৩৮তম স্থানে। সামোয়া, ইন্দোনেশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র তালিকায় বেশ উন্নতি ঘটিয়েছে।


শোচনীয় অবস্থা ডেনমার্ক ও বেলজিয়ামের। ২০১৭ সাল থেকে কোনও ম্যাচ খেলেনি তারা। ফলে তালিকায় বাইরে থাকতে হয়েছে তাদের। কাতার তার থেকে একটু ভাল অবস্থানে থাকলেও, প্রয়োজনীয় ৬টি ম্যাচ খেলে উঠতে পারেনি।


একদিনের ম্যাচের ক্রমতালিকায় ভারত ও ইংল্যান্ড দুদেশই চার পয়েন্ট হারিয়ে নেমে এসেছে। ভারত ১২১ পয়েন্ট এবং ইংল্যান্ড মহিলা দল পেয়েছে ১১৯ পয়েন্ট।


তবে চার পয়েন্ট হারালেও দ্বিতীয় স্থান ধরে রেখেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। টি ২০ সিরিজের মতো এক্ষেত্রেও নিজেদের শীর্ষে রেখেছে অস্ট্রেলিয়া। ছ'বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল ২১ টি ম্য়াচের মধ্যে ২০টিতেই জিতেছে।


ছ'বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপের উভয় বিভাগে বিজয়ী,  রেটিং সময়কালে অস্ট্রেলিয়ার দুর্দান্ত পারফরম্যান্স ছিল।


২১টির মধ্যে ২০টি একদিনের ম্যাচে জিতেছিল এবং আট পয়েন্ট  বাড়িয়ে তাদের পয়েন্ট হয়েছে ১৬০। দ্বিতীয় স্থানে থাকা ভারতের চেয়ে তারা ৩৯ পয়েন্টে এগিয়েছিল।


২০১৭ সালে প্রথমের দিকে ইংল্যান্ডকে তারা ২-১ ব্যবধানে সিরিজে পরাজিত করে। পরবর্তী সময় ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং ফের ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে সিরিজ হারায়।