আবু ধাবি: আজ আইপিএল-এ দিনের প্রথম ম্যাচে সহজেই রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৪ ম্যাচে বিরাট কোহলির দলের পয়েন্ট ৬। অন্যদিকে, রাজস্থানের ৪ ম্যাচে পয়েন্ট ৪।


আজ ‘ব্যাটল অফ রয়্যালস’-এ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক স্টিভ স্মিথ। কিন্তু তাঁর দল শুরুটা ভাল করতে পারল না। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান করে রাজস্থান। রাজস্থানের ব্যাটিংয়ের দুই প্রধান ভরসা অধিনায়ক স্মিথ (৫) ও সঞ্জু স্যামসন (৪) বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। স্মিথের সঙ্গে ওপেন করতে নামা জোশ বাটলার করেন ২২ রান। রবিন উথাপ্পা ১৭ ও রিয়ান পরাগ ১৬ রান করেন। লড়াই করেন মহিপাল লোমর (৪৭)। রাহুল তেওয়াটিয়া ১২ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন। জোফ্রা আর্চার ১০ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন।

আরসিবি-র হয়ে অসাধারণ বোলিং করেন লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহল। তিনি ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। ইসুরু উদানা ৪ ওভারে ৪১ রান দিয়ে ২ উইকেট নেন। নবদীপ সাইনি ৪ ওভারে ৩৭ রান দিয়ে একটি উইকেট নেন।

রান তাড়া করতে নেমে এদিনও দারুণ পারফরম্যান্স দেখান আরসিবি-র তরুণ বাঁ হাতি ওপেনার দেবদত্ত পাড়িক্কল। তিনি ৪৫ বলে ৬৩ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও একটি ছক্কা। অপর ওপেনার অ্যারন ফিঞ্চ অবশ্য রান পাননি। তিনি মাত্র ৮ রান করেই শ্রেয়স গোপালের বলে এলবিডব্লু হয়ে যান। বিরাট ৭২ রানে অপরাজিত থাকেন। তাঁর সঙ্গে দেবদত্তর জুটিতে যোগ হয় ৯৯ রান। এবি ডিভিলিয়ার্স ১২ রানে অপরাজিত থাকেন। রাজস্থানের হয়ে একটি করে উইকেট নেন আর্চার ও গোপাল।