জাগ্রেব: ভারতীয় ফুটবলার মণীশা কল্যান সাইপ্রাসের ক্লাব আপোলন লেডিজের হয়ে কয়েকদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগে খেলে ইতিহাস গড়েছিলেন। এবার লুকা মদ্রিচ, ম্য়াটিও কোভাসিচদের প্রাক্তন ক্লাবের হয়ে সই করলেন দুই ভারতীয় মহিলা ফুটবলার সৌম্যা গুগুলথ (Soumya Gogulath) এবং জ্যোতি চৌহান (Jyoti Chouhan)। ক্রোয়েশিয়ার সফলতম ক্লাব ডিনামো জাগ্রেবের মহিলা দলের (ZNK Dinamo Zagbreb) সঙ্গে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দুই ভারতীয় তরুণী।
কলকাতায় ট্রায়াল
২১ বছর বয়সি সৌম্যা ও ২৩ বছর বয়সি জ্যোতি জুন মাসে কলকাতায় মহিলাদের যে ট্রায়ালের আয়োজন করা হয়েছিল, তাতে অংশগ্রহণ করেছিলেন। সেখানে উপস্থিত পাঁচ ক্লাবের প্রতিনিধি ডজনখানেক খেলোয়াড়দের মধ্যে সেরাদের বেছে নেওয়ার লক্ষ্যে এসেছিলেন। তাদের মধ্যে থেরে সৌম্যা এবং জ্যোতিকে ক্রোয়েশিয়ার ক্লাব জাগ্রেবই সবার প্রথমে তাদের ক্লাবে এসে আরও বেশি ভাল করে ট্রায়াল দেওয়ার প্রস্তাব দেয়। সেই ট্রায়ালে দুইজনেই সফল হওয়ার পর তাঁদেরকে সরকারিভাবে দলের সঙ্গে চুক্তিবদ্ধ করে ক্রোয়েশিয়ার ক্লাবটি।
বর্তমানে জাতীয় দলের সঙ্গে পুণেতে মহিলা সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সারছেন সৌম্যা। ভারতীয় উইঙ্গারের দাবি, তাঁরা যে জাগ্রেবের দলে সই করার সুযোগ পাবেন, সেই বিষয়ে সবসময়ই আত্মবিশ্বাসী ছিলেন। তিনি বলেন, টপরিবেশের সঙ্গে শুরুর দিকে মানিয়ে নিতে বেশ কষ্টই হচ্ছিল। তবে সত্যি বলতে আমরা সফল হব, এই আত্মবিশ্বাসটা সবসময়ই নিজেদের মধ্যে ছিল। অবশেষে আমার স্বপ্ন সার্থক হল। ব্যক্তিগতভাবে আমি সবসময়ই আমার আইডল বালা দেবীর (স্কটল্য়ান্ডের বিখ্যাত দল রেঞ্জার্সের হয়ে সুযোগ পেয়েছিলেন বালা দেবী) দেখানো পথেই এগোতে চেয়েছিলাম। ওঁ আমাদের সকলের অনুপ্রেরণা।'
প্রথম আন্তর্জাতিক ফুটবলার
জ্যোতি বলেন, 'এটা আমার কাছে বিশাল বড় একটা সুযোগ এবং এই সুযোগ পাওয়ায় আমি নিজেকে ভাগ্যবতী বলে মনে করি। আমি এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি নিজের খেলার আরও উন্নতি ঘটাতে চাই এবং নিঃসন্দেহে জাগ্রেবের হয়ে মাঠে নেমে নিজের সবটা উজাড় করে দেব।' অতীতে গোকুলাম কেরালার হয়ে খেলতেন সৌম্যা এবং জ্যোতি। ডিনামো জাগ্রেব নিজেদের মহিলা দলের ইতিহাসে এই প্রথম ক্রোয়েশিয়া বাদে অন্য আন্তর্জাতিক দলের খেলা ফুটবলারদের সই করাল। এতদিন পর্যন্ত জাগ্রেবের মহিলা দলের বেশিরভাগটাই তাদের অ্যাকাডেমি থেকে উঠে আসা খেলোয়াড়দের দ্বারা ভর্তি ছিল।
আরও পড়ুন: বাইচুংকে ৩৩-১ ভোটে হারিয়ে ভারতীয় ফুটবল সংস্থার নতুন প্রেসিডেন্ট হলেন কল্য়াণ চৌবে