নয়াদিল্লি: বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে সাফল্য ভারতের মেয়েদের। প্রথমবার ভারতীয় মহিলা কম্পাউন্ড দল সোনা জিতল এই টুর্নামেন্টে। এই দলে আছেন ভারতের তিন মহিলা তিরন্দাজ। তাঁরা হলেন পরণীত কৌর, জ্যোতি সুরেখা ভেন্নাম ও অদিতি স্বামী। শীর্ষস্থান দখলের লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে টুর্নামেন্টে সোনা জিতেছেন ভারতের মেয়েরা। এদিন খেলা শুরুর পর থেকেই অসম্ভব দৃঢ়তা দেখা যায় ভারতের তিরন্দাজদের। প্রথম থেকেই মেক্সিকোর ওপর চাপ তৈরি করছিল ভারতের মেয়েরা। শেষ পর্যন্ত এই লড়াইয়ে ২৩৫-২২৯ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে শীর্ষস্থান দখল করে ভারত।
১৯৮১ সালে প্রথমবার বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে খেলতে নামবে ভারত। এরপর থেকে সোনা কোনওবার জিততে পারেনি। এই প্রথমবার বিশ্বচ্যাম্পিয়নের তকমা পেল ভারতীয় মহিলা তিরন্দাজি দল। উল্লেখ্য, এই যাত্রাপথ খুব একটা সহজ ছিল না ভারতের জন্য। প্রথম রাউন্ডে তারা বাই পেয়েছিল। এরপর প্রি কোয়ার্টার ফাইনালে তুরস্ককে হারায় ভারত। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় তারা। ২২৮-২২৬ ব্যবধানে জয় পায় ভারত। সেমিতে গতবারের চ্যাম্পিয়ন কলম্বিয়াকে ২২০-২১৬ ব্য়বধানে হারিয়ে মেক্সিকোর বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে নেমেছিলেন ভারতের মেয়েরা।
উল্লেখ্য, এই সোনাজয়ের সঙ্গে সঙ্গেই ভারত এখনও পর্যন্ত মোট ১১টি পদক জিতল। তার মধ্যে রয়েছে ৬টি সোনা, ১টি রুপো ও ৪টি ব্রোঞ্জ। ব্যক্তিগত ইভেন্টেও লড়াইয়ে নামবেন জ্যোতি, পরণীত ও অদিতি। জয়ের অন্যতম কারিগর অদিতি বলেন, ''দেশের হয়ে প্রথম বার সোনা জিতলাম। এটা দারুণ অনুভূতি। ভাল ফল করার ব্যাপারে আমরা প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলাম। প্রতিপক্ষ কারা রয়েছে, তা নিয়ে শুরু থেকেই ভাবিনি। আমরা শুধু মন দিয়েছিলাম, সঠিক লক্ষ্যে তির ছোড়ার ক্ষেত্রে।''
এদিকে ভারতের মেয়েদের সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিজের সােশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''আমাদের ভারতীয়দের জন্য গর্বের বিষয়, প্রথমবার বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপ থেকে সোনা জিতেছেন আমাদের ভারতের মেয়েরা বার্লিন থেকে। প্রথমবার সােনা জয়। সবাইকে শুভেচ্ছা জানাই। তাঁদের কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের ফল পেয়েছেন ভারতের মেয়েরা।''