ওয়েলিংটন: ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পিছিয়ে গেল সূচি। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওয়ান ডে সিরিজ নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে। নিউজিল্য়ান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে এই ব্যাপারে বিবৃতি দেওয়া হয়েছে শুক্রবারই। সামনেই মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ। তার আগে ভারতীয় মহিলা ক্রিকেট দল নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে। ১ টি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে। সেটি হবে ৯ ফেব্রুয়ারি। টি-টোয়েন্টি ম্যাচের দিন ঠিক থাকলেও ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচের দিন পিছিয়ে দেওয়া হল ২৪ ঘণ্টা। প্রথমে তিনটি ভেনুতে এই সিরিজগুলো আয়োজনের ভাবনা ছিল কিউয়ি বোর্ডের। কিন্তু কােভিড আবার বাড়ছে। অনেক জায়গা বিধিনিষেধও রয়েছে। এই পরিস্থিতিতে সব ম্যাচই কুইনস্টোনে আয়োজন করা হবে। বিশ্বকাপের আগে এই সীমিত ওভারের সিরিজ ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য় ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। 


প্রথম ওয়ান ডে ম্যাচ পিছোনোয় পিছিয়ে গিয়েছে ওয়ান ডে সিরিজের বাকি ম্যাচের দিনগুলোও। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ হতে চলেছে ১৫ ফেব্রুয়ারি। যা আগে হওয়ার কথা ছিল ১৪ ফেব্রুয়ারি। অন্যদিকে ১৬ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল তৃতীয় ওয়ান ডে। সেটি এখন হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। 


কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে বাংলা মেয়ে ভারতীয় দলের তারকা পেসার ঝুলন গোস্বামী জানিয়েছিলেন যে বিশ্বকাপের আগে এই সিরিজ খুব সাহায্য় করবে তাদের। এক সাক্ষাৎকারে ঝুলন বলেন, ''নিউজিল্যান্ডে বিরুদ্ধে আমাদের ওয়ান ডে সিরিজ খেলার সুযোগ রয়েছে, যা আমাদের সেখানকার আবহাওয়া সম্পর্কে ওয়াকিবহাল হতে সাহায্য করবে। এছাড়া ওখানে ভীষণ হাওয়া দেয়, সেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেও সময় লাগে। একজন বোলার হিসেবে আমি সবসময় বলি যে হাওয়া যেখানে জোরে বয়, সেখানে শুরুর দিকে বল করা খুব সমস্যার।''


আরো পড়ুন: ইডেনের ফাঁকা মাঠেই কি রোহিত-পোলার্ড টি-টোয়েন্টি সিরিজের মহারণ