লন্ডন: কপিল দেব ও মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে একই সারিতে বসার সুযোগ মিতালি রাজের সামনে। কাল লর্ডসে ইংল্যান্ডকে হারালেই প্রথমবার মহিলাদের একদিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে যাবে ভারত। এর আগে ২০০৫ সালে ফাইনালে উঠেও, অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ভারত। এবার সেমি-ফাইনালে সেই অস্ট্রেলিয়াকে হারিয়েই ফাইনালে পৌঁছে গিয়েছেন হরমনপ্রীত কউর, ঝুলন গোস্বামীরা। সেই ম্যাচে ১১৫ বলে ১৭১ রানে অপরাজিত ছিলেন হরমনপ্রীত। মূলত তাঁর এই অসাধারণ ইনিংসের সুবাদেই জয় পায় ভারত। ফাইনালে খালি হারতে ফিরতে নারাজ মিতালিরা। তাঁরা কাপ নিয়েই দেশে ফিরতে চাইছেন।
এদিকে, ফাইনালে পৌঁছনোর জন্য মিতালিদের প্রত্যেককে ৫০ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে বিসিসিআই। সাপোর্ট স্টাফদেরও ২৫ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে। ফাইনালে জয় পেলে নিশ্চিতভাবেই ভারতের মহিলা ক্রিকেটারদের জন্য আরও বড় পুরস্কার অপেক্ষা করছে।
ফাইনালের আগে মিতালি বলেছেন, ‘আমার আর ঝুলনের কাছে এই ফাইনাল বিশেষ ম্যাচ। ২০০৫ সালের দলের আমরা দু জনই এখনও খেলছি। মনে হচ্ছে আমরা আবার ২০০৫ সালে ফিরে গিয়েছি। ফের বিশ্বকাপ ফাইনাল খেলতে নামার আগে আমরা উত্তেজনা অনুভব করছি। আমরা জানতাম এই টুর্নামেন্ট সহজ হবে না। কিন্তু মেয়েরা যেভাবে দলের প্রয়োজনের মুহূর্তে ভাল খেলেছে, তার ফলেই আমরা ফাইনালে উঠতে পেরেছি। আয়োজক দেশের বিরুদ্ধে খেলা সবসময় কঠিন। তবে অস্ট্রেলিয়াকে হারানোর ফলে আমরা সবাই আত্মবিশ্বাসী। ফাইনালে ভাল পারফরম্যান্স দেখাতে পারলে আমরাই জিতব।’
মিতালি এবারের বিশ্বকাপে ধারাবাহিকভাবে রান করছেন। হরমনপ্রীত সেমি-ফাইনালের আগে পর্যন্ত সেভাবে ব্যাট করার সুযোগ পাননি। কিন্তু দলের প্রয়োজনের সময় তিনি জ্বলে উঠেছেন। ফাইনালেও একইরকম পারফরম্যান্স দেখাতে তৈরি হরমনপ্রীত। বল হাতে ভাল পারফরম্যান্স দেখাতে তৈরি ঝুলন, রাজেশ্বরী গায়কোয়াড়রা। ফলে ফের বিশ্বজয়ের স্বপ্ন দেখছে দেশ। কাল খেলা শুরু ভারতীয় সময় বিকেল তিনটেয়।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
কাল মহিলা বিশ্বকাপ ফাইনাল, ইতিহাসের সামনে মিতালিরা
Web Desk, ABP Ananda
Updated at:
22 Jul 2017 05:27 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -