মেনহেইম (মার্কিন যুক্তরাষ্ট্র): কানাডাকে ৫-২ গোলে হারিয়ে চলতি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে দ্বিতীয় জয় পেল ভারতীয় মহিলা হকি দল। বন্দনা কাটারিয়া ও দীপিকা দুটি করে গোল করেছেন। পুনম রানি অপর গোলটি করেছেন।
এই ম্যাচের শুরু থেকেই ভারতের দাপট ছিল। ৯ মিনিটেই প্রথম গোল করে দলকে এগিয়ে দেন বন্দনা। গোল হজম করার পর কানাডা পাল্টা আক্রমণে ঝাঁপায়। ১৭ মিনিটে স্টেফানি নরল্যান্ডার গোল শোধ করে দেন। এরপর কয়েকটি পেনাল্টি কর্নারও আদায় করে নেয় কানাডা। প্রথমার্ধ ১-১ গোলেই শেষ হয়।
বিরতির পর অবশ্য ভারত ফের খেলায় আধিপত্য বিস্তার করে। ৩৮ মিনিটে নিজের প্রথম এবং দলের দ্বিতীয় গোল করেন দীপিকা। কিন্তু ৪২ মিনিটে সেই গোলও শোধ করে দেয় কানাডা। তৃতীয় কোয়ার্টারে দু দলই বেশ কয়েকটি সুযোগ পায়। যদিও কোনও দলই গোল সংখ্যা বাড়াতে পারেনি। চতুর্থ কোয়ার্টারে দীপিকা ও বন্দনা আরও দুটি গোল করে ভারতের জয় নিশ্চিত করেন। ৫৮ মিনিটে পঞ্চম গোল করে ব্যবধান বাড়ান পুনম।
কানাডাকে পাঁচ গোল ভারতীয় মহিলা হকি দলের
Web Desk, ABP Ananda
Updated at:
23 Jul 2016 11:01 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -