ভুবনেশ্বর: মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ ১-৪ গোলে হারলেও, প্রথম ম্যাচ ৫-১ গোলে জেতার সুবাদে ৬-৫ গোলে এগিয়ে থেকে টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করল ভারতের মহিলা হকি দল। ১৯৮০ সালের পর গতবারই প্রথম অলিম্পিকের যোগ্যতা অর্জন করে ভারতের মহিলা হকি দল। এবারও অলিম্পিকে যাচ্ছেন রানি রামপালরা। ভারতের অধিনায়ক রানিই এদিন দলের হয়ে একমাত্র গোলটি করেন। তাঁর গোলই দলকে অলিম্পিকে নিয়ে গেল।
এদিন প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। জোড়া গোল করেন আমান্দা ম্যাগাদান। একটি করে গোল করেন অধিনায়ক ক্যাথলিন শার্কি ও অ্যালিসা পার্কার। বড় ব্যবধানে পিছিয়ে পড়েও অবশ্য ভারতের মেয়েরা হাল ছাড়েননি। ৪৮ মিনিটে গোল করেন রানি। এই গোলটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।