নয়াদিল্লি: মহিলা কুস্তিগীরের (Wrestling) শ্লীলতাহানি, মহিলা পালোয়ানদের সঙ্গে নিম্নরুচির আচরণ-সহ একাধিক অভিযোগ। কাঠগড়ায় জাতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহ (WFI chief)। যার প্রতিবাদে সরব ভারতের তারকা কুস্তিগীররা। নয়াদিল্লিতে যন্তর মন্তরের সামনে চলছে কুস্তিগীরদের ধর্না। ঘটনায় লেগেছে রাজনীতির রঙও। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস।



বুধবার প্রথম ব্রিজভূষণের বিরুদ্ধে শুরু হয় প্রতিবাদ। নেতৃত্ব দেন বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে পদকজয়ী, বিখ্যাত পালোয়ান ভিনেশ ফোগত। ব্রিজভূষণের পাশাপাশি অভিযোগের আঙুল তোলা হয় কয়েকজন কোচের বিরুদ্ধেও। অলিম্পিক্স পদকজয়ী রবি দাহিয়া, বজরঙ্গ পুনিয়া, সাক্ষী মালিকরা যন্তর মন্তরের সামনে ধর্না শুরু করেন।


কংগ্রেসের মুখপাত্র দীপেন্দ্র হুডার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন বেটি বাঁচাও প্রকল্প নিচ্ছেন, তখন দেশের মহিলা কুস্তিগীরদের এইরকম পরিস্থিতির মুখে পড়া, তাও বিজেপি সাংসদের দিকে অভিযোগের আঙুল ওঠা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়। হুডা বলেছেন, 'এই পরিস্থিতিতে কোন বাবা-মা নিজের কন্যা সন্তানকে কুস্তিতে পাঠাতে চাইবেন!'


কেন্দ্রীয় সরকার অলিম্পিয়ান তথা কুস্তিগীর ববিতা ফোগতকে মধ্যস্থতার দায়িত্ব দিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে পাঠিয়েছিল। ববিতা এখন বিজেপি নেত্রীও। কিন্তু তাঁর কথাতেও পিছপা হননি বিক্ষুব্ধ পালোয়ানরা। তাঁদের দাবি, প্রশাসন কোনও দায়িত্ব না নিলে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হবে। পাঁচ-ছয়জন মহিলা কুস্তিগীরের কাছে অভিযোগদের স্বপক্ষে যথেষ্ট প্রমাণ আছে বলেও দাবি করা হয়।


 




এই বেনজির পরিস্থিতিতে রবিবার অযোধ্যায় জাতীয় কুস্তি সংস্থা ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠক ডেকেছে। ভারতীয় কুস্তিগীর এবং অলিম্পিয়ান বজরঙ্গ পুনিয়া অভিযোগ করেছেন, 'একজন খেলোয়াড় দেশের জন্য পদক পেতে কঠোর পরিশ্রম করে। কিন্তু ফেডারেশন আমাদের হতাশ করা ছাড়া আর কিছুই করেনি। স্বেচ্ছাচারী নিয়ম-নীতি চাপিয়ে ক্রীড়াবিদদের হয়রানি করা হচ্ছে। ফেডারেশনের কাজ হল খেলোয়াড়দের সমর্থন করা, তাদের খেলাধুলার প্রয়োজনের খেয়াল রাখা। কোনও সমস্যা থাকলে তা সমাধান করতে হবে। কিন্তু ফেডারেশন নিজেই সমস্যা তৈরি করলে কী করবেন? এখন আমাদের লড়াই করতে হবে, আমরা পিছপা হব না।'                                    


আরও পড়ুন: ক্রিকেট না ফ্যাশন শো, সরফরাজের ফিটনেস প্রসঙ্গে সমালোচকদের কড়া জবাব দিলেন গাওস্কর