নয়াদিল্লি: নিরাপত্তা সংক্রান্ত বৈঠকের পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ডেভিস কাপের ম্যাচ নভেম্বরে পিছিয়ে দিল আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। আগামী ১৪-১৫ সেপ্টেম্বর ওই টাই হওয়ার কথা ছিল। এদিন আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের তরফে বলা হয়, ব্যতিক্রমী পরিস্থিতির জন্যই এই টাই পিছিয়ে দেওয়া হচ্ছে। স্বাধীন বিশেষজ্ঞ নিরাপত্তা উপদেষ্টাদের দিয়ে পাকিস্তানের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে সবদিক পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ভারত ও পাকিস্তানের মধ্যে ডেভিস কাপের এশিয়া/ওসেনিয়া গ্রুপ ১-এর যে টাই হওয়ার কথা ছিল আগামী ১৪-১৫ সেপ্টেম্বর, তা পিছিয়ে দেওয়া হল। কমিটির এই সিদ্ধান্তে পৌঁছয় যে, এটি একটি ব্যতিক্রমী পরিস্থিতি। প্রতিযোগী, ম্যাচ অফিসিয়ালস ও দর্শকদের সুরক্ষা ও নিরাপত্তাকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয় আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। আইটিএফ জানিয়েছে, টাই পিছিয়ে নভেম্বরে করে দেওয়া হয়েছে। তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে, ৯ সেপ্টেম্বরের মধ্যেই তা সেরে ফেলা হবে। আটিএফ আরও জানিয়েছে, পাকিস্তানের পরিস্থিতির ওপর ক্রমাগত নজর রাখা হচ্ছে। সময়মতো, নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখবে ডেভিস কাপ কমিটি।