নয়াদিল্লি: আগামী বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডের ১৫ জন সদস্য বেছে নেওয়া হবে আগামী ১৫ এপ্রিল। ওই দিন মুম্বইতে বৈঠকে বসছে বিসিসিআইয়ের নির্বাচক কমিটি। সোমবার এক বৈঠকে দল নির্বাচনের দিন স্থির করেছেন বোর্ডের প্রশাসকদের কমিটি (সিওএ)।
বিশ্বকাপে দল ঘোষণার শেষদিন ২৩ এপ্রিল। তার আটদিন আগেই দল নির্বাচনের সিদ্ধান্ত নিল বোর্ড।
ইংল্যান্ডে আগামী ৩০ মে থেকে বসতে চলেছে বিশ্বকাপের আসর। ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করবে বিরাট কোহলির দল।
গত সপ্তাহেই নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ জানিয়েছিলেন যে, ২০ এপ্রিলের আগেই বিশ্বকাপের জন্য দল বেছে নেওয়া হবে।
আগামী ১৫ এপ্রিল ভারতের বিশ্বকাপের দল নির্বাচন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Apr 2019 01:24 PM (IST)
বিশ্বকাপে দল ঘোষণার শেষদিন ২৩ এপ্রিল। তার আটদিন আগেই দল নির্বাচনের সিদ্ধান্ত নিল বোর্ড।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -