আবু ধাবি: ভারত-পাকিস্তানের ক্রিকেট সিরিজ ফের শুরু করার পক্ষে মতপ্রকাশ করলেন পাকিস্তানের প্রাক্তন লেগ-স্পিনার মুস্তাক আহমেদ। আবু ধাবি টি-১০ লিগ চলাকালীন একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, ভারত-পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক ফের শুরু হওয়া উচিত। দু’দেশের সম্পর্কের উন্নতির ক্ষমতা আছে ক্রিকেটের। মানুষের মধ্যে ভালবাসা, আনন্দ ও খুশি ছড়িয়ে দিতে পারে ক্রিকেট। এই কারণেই দু’দেশের ক্রিকেট সিরিজ শুরু হওয়া উচিত। কারণ, ক্রিকেটপ্রেমীরা চান ভারত-পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলুক। ভারত-পাকিস্তানের যখনই সাক্ষাৎ হয়, সেই ক্রিকেট ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়। ভারত-পাকিস্তান সিরিজ অ্যাশেজের চেয়েও বড়।’

মুস্তাক আরও বলেছেন, ‘আমরা ক্রিকেট খেলা শুরু করলেই দ্বিপাক্ষিক সম্পর্ক সহজ হয়ে যাবে। তখন রাজনীতিবিদরা একে অপরের সঙ্গে আলোচনা করার সুযোগ পাবেন। সেই কারণেই আমার মনে হয়, দু’দেশের সরকারের মধ্যে আলোচনা হওয়া উচিত। দু’দেশেরই বর্তমান পরিস্থিতি ও সমস্যা নিয়ে আলোচনা করা উচিত। কর্তারপুর করিডর খুলে দেওয়া দারুণ পদক্ষেপ। আলোচনার মাধ্যমে সব সমস্যারই সমাধান করা যায়। ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে খেলা, বিশেষ করে ক্রিকেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’