সিঙ্গাপুর: ইন্দোনেশিয়া ওপেনের শেষ ষোলোয় পৌঁছে গেলেন পিভি সিন্ধু (PV Sindhu) ও এইচ এস প্রণয়। মহিলাদের সিঙ্গলসে এগোলেন সিন্ধু। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে এগোলেন প্রণয়। অলিম্পিক্স পদকজয়ী সিন্ধু হারিয়ে দিলেন সিঙ্গাপুরের প্রতিদ্বন্দ্বী গ্রেগরিয়া মারিস্কাকে হারিয়ে দেন। খেলার ফল সিন্ধুর পক্ষে। সিন্ধু স্ট্রেট গেমে হারিয়ে দেন মারিস্কাকে। সিঙ্গাপুরের এই প্রতিদ্বন্দ্বী এর আগে মালয়েশিয়া মাস্টার্সের সেমিতে হারিয়ে দিয়েছিলেন সিন্ধুকে। এমনকী মাদ্রিদ স্পেন মাস্টার্সেও অলিম্পিকে পদকজয়ী ভারতীয় শাটলারকে হারিয়ে দিয়েছিলেন। এমনকী ফাইনালেও খেতাব জিতে নিয়েছিলেন। এবার সেই হারের মধুর প্রতিশোধ তুললেন সিন্ধু। বিশ্বের ৩ নম্বর চাইনিস তাইপেইয়ের তাই জু ইংয়ের বিরুদ্ধে খেলতে নামবেন সিন্ধু প্রি কোয়ার্টারে।
অন্যদিকে, প্রণয় পুরুষদের সিঙ্গলসে হারালেন জাপানের প্রতিদ্বন্দ্বীকে। বিশ্বের ৮ নম্বর প্রণয় হারালেন বিশ্বের ১১ নম্বর কেন্তা নিশিমোতোকে। খেলার ফল প্রণয়ের পক্ষে ২১-১৬, ২১-১৪ তে। বিশ্বের ১৬ নম্বর হংকংয়ের আঙ্গাস এনজি কা লংয়ের বিরুদ্ধে খেলতে নামবেন প্রণয়।
জাতীয় দলে সুযোগ পাবেন রিঙ্কু, জয়সওয়াল?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ। এবার ভারতীয় দল (Team India) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে চলেছে। ১২ জুলাই থেকে ভারতের তিন ফর্ম্যাটের ক্যারিবিয়ান সফর (IND vs WI) শুরু হওয়ার কথা সরকারিভাবে ঘোষণাও করে দিয়েছে বিসিসিআই। ১২ জুলাই থেকে টেস্ট সিরিজ শুরু হলেও, টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ অগাস্ট থেকে। সেই সিরিজে ভারতীয় দলে বেশ কিছু রদবদল ঘটতে চলেছে। এই সিরিজেই নাকি টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক ঘটাতে পারেন আইপিএল মাতানো দুই তরুণ তুর্কি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। খবর অনুযায়ী, সেই সিরিজেই যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও রিঙ্কু সিংহকে (Rinku Singh) ভারতীয় দলের জার্সিতে অভিষেক ঘটাতে দেখা যেতে পারে। রুতুরাজ গায়কোয়াড়ও এই সিরিজে সুযোগ পেতে পারেন। তরুণ তুর্কিদের পাশাপাশি জাতীয় দলে নাকি ফিরতে পারেন অভিজ্ঞ ফাস্ট বোলার মোহিত শর্মাও (Mohit Sharma)। যশস্বী, রিঙ্কু, মোহিত, তিনজনই এবারের আইপিএলে দুরন্ত পারফর্ম করেছেন। অপরদিকে, রুতুরাজও নিজের ধারাবাহিকতা বজায় রেখেছেন।
যশস্বী আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ৪৮-র অধিক গড়ে ৬২৫ রান করেছিলেন। রুতুরাজ ১৬ ম্যাচে করেন ৫৯০ রান। অপরদিকে, কলকাতা নাইট রাইডার্স প্লে-অফে পৌঁছতে না পারলেও, কয়েকটি চোখধাঁধানো ইনিংসে নজর কাড়েন রিঙ্কু সিংহ। তিনি ৫৯.২৫ গড় ও প্রায় ১৫০-র স্ট্রাইক রেট নিয়ে ৪৭৪ রান করেছিলেন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তাঁর পাঁচ ছক্কা হাঁকিয়ে কেকেআরকে ম্যাচ জেতানো আইপিএলের চিরকালীন ইতিহাসে জায়গা করে নিয়েছে। তবে এই তারকারা আইপিএলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও কিন্তু ধারাবাহিক পারফর্ম করেছেন।