জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শিনকাসেন বুলেট ট্রেনে সফর মোদীর
ABP Ananda, web desk | 12 Nov 2016 09:41 AM (IST)
টোকিও: জাপান সফরে গিয়ে সুপারফাস্ট বুলেট ট্রেন-শিনকানসেনে চড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। সুপারফাস্ট ট্রেনে ওসাকা বে শহরের কোবে-তে গেলেন মোদী ও আবে। এই ট্রেনের গতি ঘন্টায় ২৪০ থেকে ৩২০ কিমি। এই ট্রেনের প্রযুক্তি মুম্বই-আমদাবাদ হাইস্পিড রেলওয়েতে ব্যবহার করা হবে। ২০১৮-তে এই হাইস্পিড ট্রেন করিডর তৈরির কাজ শুরু হবে। ট্রেন পরিষেবা ২০২৩ থেকে শুরু হবে। শিনকাসেনে যাত্রাপথে মোদী ট্যুইটও করেছেন। লিখেছেন, 'প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে কোবে যাওয়ার পথে'। সঙ্গে ছবি। ছবিতে দেখা যাচ্ছে, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় মগ্ন মোদী। টোকিও থেকে দুই পক্ষের প্রতিনিধি দলের সঙ্গে ট্রেনে চড়েন দুই প্রধানমন্ত্রী। কোবেতে পৌঁছনোর পর কাওয়াসাকির ভারী শিল্প কেন্দ্রে যাবেন তাঁরা। সেখানেই হাইস্পিড ট্রেনগুলি তৈরি হয়। আরও পড়ুন: অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষর করল ভারত, জাপান উল্লেখ্য, গতকাল মোদীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করেছিলেন আবে। সেখানে তিনি বলেছিলেন, ভারতে এই প্রকল্পের নকশার কাজ চলতি বছরের শেষের দিকে শুরু হবে। এই প্রকল্পকে ভারত ও জাপানের বিশেষ সম্পর্কের প্রতীক হিসেবেও উল্লেখ করেন তিনি। এ ধরনের ট্রেনের নেটওয়ার্ক ভারতের আর্থিক বৃদ্ধিতে সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।