কলম্বো: এক ম্যাচের জন্য সাসপেন্ড হয়েছেন বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। ভারত অবশ্য এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতে গিয়েছে। তৃতীয় টেস্টে বিদেশ সফরে গিয়ে কোনও দলকে হোয়াইট ওয়াশের হাতছানি বিরাট কোহলি ব্রিগেডের সামনে। আগামী ১২ আগস্ট ক্যান্ডি টেস্টে জাদেজার জায়গায় দলে এলেন বাঁহাতি স্পিনার অক্ষর পটেল। তাঁকেই জাদেজার পরিবর্ত হিসেবে শ্রীলঙ্কায় পাঠানোর কথা জানিয়েছেন বিসিসিআই।
ভারতের এ দলের খেলোয়াড় হিসেবে দক্ষিণ অফ্রিকা সফরে গিয়েছিলেন অক্ষর। সেখানে গতকালই তিন দেশীয় টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকা এ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
পাল্লেকেলে তৃতীয় টেস্ট জাদেজার জায়গায় প্রথম একাদশে অবশ্য চায়নাম্যান কুলদীপ যাদবকে রাখা হবে বলে মনে করা হচ্ছে। কারণ, তৃতীয় স্পিনার হিসেবে সিরিজের শুরু থেকেই রয়েছেন কুলদীপ। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক টেস্টে বল হাতে নজর কেড়েছিলেন কুলদীপ।
প্রথম একাদশে খেলার সম্ভাবনা নিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত কুলদীপ। তিনি বলেছেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচে খেলার সুযোগ পেলে খুবই খুশি হবেন। কারণ,এটা তাঁর কঠোর পরিশ্রমেরই ফল। একইসঙ্গে ভালো পারফর্ম করতেও মুখিয়ে রয়েছেন তিনি।
কুলদীপ বলেছেন, ম্যাচের এখনও তিনদিন বাকি। সুযোগ পাবেন কিনা, তা স্পষ্ট নয়। তবে কোচ রবি শাস্ত্রী তাঁকে উত্সাহ দিচ্ছেন। প্রথম টেস্টের আগে থেকেই অনুশীলনে তাঁর সঙ্গে কথা বলছেন কোচ। এটা একটা দারুন অভিজ্ঞতা বলে মন্তব্য করেছেন কুলদীপ।
সুযোগ পেলে কুলদীপের হবে এটি দ্বিতীয় টেস্ট। এর আগে ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে ৬৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
জাদেজার বদলে দলে এলেন অক্ষর, তৃতীয় টেস্ট খেলতে পারেন কুলদীপ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Aug 2017 06:35 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -