ইসলামাবাদ: পাকিস্তান মুখে যতই সন্ত্রাসবিরোধী লড়াইয়ের কথা বলুক, আদতে তারা রয়েছে জঙ্গিদের পাশেই। এবার লস্কর ই তৈবা পান্ডা হাফিজ সইদের খরচপত্র চালানোর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দেড়লাখ পাকিস্তানি টাকা মঞ্জুর করতে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সম্মতি চাইল তারা। খোদ প্রধানমন্ত্রী ইমরান খান এ ব্যাপারে নিরাপত্তা পরিষদে আবেদন করেছেন।


আন্তর্জাতিক জঙ্গি হিসেবে হাফিজ চিহ্নিত হওয়ার পর রাষ্ট্রসঙ্ঘ তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করে দিয়েছে। এরপরই ইমরানের এই আবেদন। আশ্চর্য হল, তাঁর আবেদন মেনে নিয়ে রাষ্ট্রসঙ্ঘ হাফিজকে টাকা তোলার অনুমতিও দিয়েছে।

হাফিজের মাথার ওপর ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে আমেরিকা। কিন্তু পাকিস্তান সরকার তাকে রক্ষা করছে বলে অভিযোগ, পাকিস্তান থেকে ভারতের বিরুদ্ধে যুদ্ধঘোষণা করেছে সে। ২০০১-এর সংসদ হামলা, ২০০৬-এ মুম্বইয়ে লোকাল ট্রেনে পরপর বিস্ফোরণ ও ২০০৮-এর মুম্বই হামলার হাফিজই মাস্টারমাইন্ড। ২০০৮-এ রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ হাফিজকে নিষিদ্ধ করেছে। ২০০৯-এ ইন্টারপোল তার বিরুদ্ধে জারি করেছে রেড কর্নার নোটিশ।