কলকাতা: ৫০তম জাতীয় সিনিয়র ইকুইপড পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। যার ফাইনাল হয়ে গেল রবিবার। গোটা চ্যাম্পিয়নশিপে বরাবরের মত রেলওয়ে দল ব্যক্তিগত ও দলগত ইভেন্টে আধিপত্য দেখিয়েছিল। রেলওয়েজের অ্যাথলিটরা দুটো ইভেন্টেই র‌্যাঙ্ক অর্জন করেছেন। তবে চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি নজর কেড়েছেন বিশেষভাবে সক্ষম ভরত্তোলকরা। পুরুষ ও মহিলা বিভাগ মিলিয়ে মোট ১৪ জন বিশেষভাবে সক্ষম ভারত্তোলক অংশ নিয়েছিলেন পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে।


ইচ্ছেশক্তি থাকলে যে যে কোনও প্রতিকূলতা, বাধা কাটিয়ে এগিয়ে যাওয়া যায়, তার উদাহরণ তৈরি করলেন এই চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া বিশেষভাবে সক্ষম ভারত্তোলকরা। বাংলার মৌমিতা ঘোষ আন্তঃরাজ্য বিভাগে ৮৪+ কেজি ক্যাটাগরিতে সোনা জিতেছেন। এছাড়াও তিনি গােটা চ্যাম্পিয়নশিপে সামগ্রিক ফলের নিরিখে রুপো জিতেছেন। চলতি মাসের শেষে মাল্টায় আয়োজিত হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এই চ্যাম্পিয়নশিপে প্রতিটি বিভাগের ক্রমতালিকা অনুযায়ী শীর্ষে থাকা তিন ভারত্তোলককে বাছাই করা হয়েছে। বিশ্বমঞ্চে অংশ নেবেন প্রত্যেকে।


সিনিয়রদের ব্যক্তিগত বিভাগে উত্তরাখণ্ডের উত্তম চভান সর্বমোট ৪১.৯৭ পয়েন্ট অর্জন করে সেরা ভারত্তোলক হয়েছেন। এরপরই রয়েছেন গুজরাতের হৃত্বিক যাদব। যিনি ৩৯.৯৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। দিল্লির অঙ্কিত পানওয়ার ৩৭.৮৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। দলগত বিভাবে সিনিয়র বিভাগে দিল্লি ৬৮.৪৫ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থান অধিকার করেছে। মহারাষ্ট্র ৪১.৯৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ও গুজরাত ৩৯.৯৯ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে।


চ্যাম্পিয়নশিপে সাব জুনিয়র স্তরে উত্তরাখণ্ডের পৃথ্বী সম্রাট সেনগুপ্ত ব্যক্তিগত বিভাগে সেরা ভারত্তোলক হিসেবে নির্বাচিত হয়েছেন। কেরালার অনুষ কে ও বিদর্ভের দিব্যাংশু পান্ড্য যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে। সাব জুনিয়র টিম চ্যাম্পিয়নশিপে বিদর্ভ প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থানে উত্তরাখণ্ড ও তৃতীয় স্থানে কেরালা।


জুনিয়রদের মধ্যে বিশাল টি সেরা ভারত্তোলক হয়েছেন। এছাড়া দ্বিতীয় স্থান অর্জন করেছেন সারগুণবর্মণ সার্গুনবর্মন ও তৃতীয় স্থানে অর্জন করেছেন চিন্তামণি রাউত। জুনিয়র টিম চ্যাম্পিয়নশিপ পন্ডিচেরি জিতেছে। উত্তরাখণ্ড ও বিদর্ভ দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে।

 

এই চ্যাম্পিয়নশিপে মোট ২৫৮ জন পাওয়ারলিফটার অংশ নিচ্ছেন পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে। তাঁদের মধ্যে ১৫৬ জন পুরুষ ও ১০৩ জন মহিলা পাওয়ারলিফটার। অন্যান্য রাজ্যের প্রতিযোগীর পাশাপাশি রেলওয়েজ, বিএসএনএলের মতো অফিস দলগুলোও টুর্নামেন্টে অংশ নিয়েছে। সামনেই রয়েছে পাওয়ার লিফটিংয়ের বিশ্বচ্যাম্পয়নশিপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং কমনওয়েলথ গেমস। আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টগুলির দল বাছাইয়ের জন্যও কলকাতায় অনুষ্ঠিত এই পাওয়ারলিফটিং টুর্নামেন্টের দিকে নজর ছিল সবার।