Mobile Recharge Plan: দেশের অন্যতম প্রধান টেলিকম অপারেটর সংস্থা এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য নিত্য নতুন অফার নিয়ে আসে। এয়ারটেল এখন দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর সংস্থা। প্রায় ৩৮ কোটি গ্রাহক রয়েছে এই এয়ারটেল সংস্থার। আর এখন এয়ারটেল (Airtel Offer) তাদের গ্রাহকদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ অফার নিয়ে এসেছে। এয়ারটেল ঘোষণা করেছে কিছুদিনের জন্য বিনামূল্যে গ্রাহকদের ১.৫ জিবি ডেটা দেওয়া হবে। তবে সকল গ্রাহকদের জন্য এই অফার নয়। শুধুমাত্র উত্তর-পূর্ব ভারতের গ্রাহকদের জন্যেই এই অফার (Airtel Mobile Recharge Plan) কার্যকর হবে। আর একইসঙ্গে এই অফার রয়েছে প্রি-পেইড গ্রাহকদের জন্য, তবে পোস্ট-পেইড গ্রাহকরাও পাবেন একটি বিশেষ সুবিধে।


কী এই অফার


সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে এয়ারটেলের পোস্ট পেইড গ্রাহকদের জন্যও বিশেষ অফার রয়েছে। এই গ্রাহকদের জন্য এয়ারটেল অতিরিক্ত ১ মাস সময় দিয়েছেন তাদের বিল পেমেন্ট করার জন্য। কোটি কোটি পোস্ট-পেইড গ্রাহক এই সিদ্ধান্তের কারণে লাভ পেতে চলেছেন।



উত্তর-পূর্ব ভারতের গ্রাহকদের জন্য বিশেষ ছাড়


বেশ কিছুদিন ধরে ভারী বৃষ্টির কারণে উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু রাজ্য যেমন মণিপুর, মেঘালয়, মিজোরামে বন্যা দেখা দিয়েছে। এই বন্যার কারণে বহু মানুষ বিপর্যস্ত হয়েছেন। বহু মানুষ মারা গিয়েছেন এই বন্যায়। প্রবল বর্ষণ ও প্লাবনের কারণে রাজ্যের যান চলাচলও বিঘ্নিত হয়েছে। এই পরিসরের কথা মাথায় রেখে এয়ারটেল টেলিকম অপারেটর সংস্থা সম্প্রতি একটি বিশেষ সুবিধে নিয়ে এসেছে দুর্গত গ্রাহকদের জন্য। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে উত্তর-পূর্ব ভারতের সমস্ত গ্রাহক দিনে ১.৫ জিবি করে ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধে পাবেন। এয়ারটেল এই সুবিধে দেবে শুধুমাত্র আগামী ৪ দিনের জন্য। একইসঙ্গে সংস্থার পক্ষ থেকে পোস্ট-পেইড গ্রাহকদের বিল পেমেন্টের সময় আরও ৩০ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে।


এয়ারটেলের নতুন পরিষেবা


এ প্রসঙ্গে বলে রাখা দরকার এয়ারটেল সম্প্রতি একটি নতুন পরিষেবা চালু করেছে। জানা গিয়েছে এয়ারটেল টেলিকম অপারেটর সংস্থা ত্রিপুরাতে ইন্ট্রা-সার্কল রোমিং সার্ভিস চালু করতে চলেছে। এই পরিষেবার অধীনে এয়ারটেল তার গ্রাহকদের নেটওয়ার্ক খারাপ থাকার দরুণ অন্য নেটওয়ার্ক থেকে কল করার সুবিধে দিচ্ছে। অর্থাৎ এয়ারটেল অন্য নেটওয়ার্ক ব্যবহারের সুবিধেও দিচ্ছে তাঁর গ্রাহকদের যা কিনা খুবই উপকৃত করবে গ্রাহকদের।



আরও পড়ুন: Amazon Employee: কিছু না করেই ৩ কোটি বেতন নিয়েছেন ! এ কী বললেন আমাজনের কর্মী ?