ভুবনেশ্বর: শুক্রবার থেকে শুরু হচ্ছে ফুটবলের মহাযুদ্ধ। ইন্টারকন্টিনেন্টাল কাপ (Intercontinental Cup 2023)। প্রথম দিনই মাঠে নামছে ভারত (Indian Football Team)। ওড়িশার বুকে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। প্রতিপক্ষ মঙ্গোলিয়া। টুর্নামেন্টে খেলছে চার দল। ভারতের বাকি ম্যাচ কবে? টুর্নামেন্টের ফর্ম্যাট কী? জেনে নিন ইন্টারকন্টিনেন্টাল কাপের খুঁটিনাটি।


প্রায় চার বছর পর ফিরছে ইন্টারকন্টিনেন্টাল কাপ। খানিকটা নেহরু কাপের আদলে টুর্নামেন্টটি শুরু হয়েছিল ২০১৮ সালে। আয়োজক ভারতীয় ফুটবল ফেডারেশন। প্রথমবারই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেবার ভারত ছাড়াও অংশ নিয়েছিল কিনিয়া, নিউজিল্যান্ড ও চিনা তাইপে। টুর্নামেন্টটি হয়েছিল মুম্বইয়ে। ২০১৯ সালে টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল উত্তর কোরিয়া। তারপর কোভিডের জন্য তিন বছর টুর্নামেন্টটি হয়নি। প্রায় চার বছর পর এবার ফিরছে ইন্টারকন্টিনেন্টাল কাপ।


খেলছে কারা?


আয়োজক দেশ ভারত। পাশাপাশি এবারের টুর্নামেন্টে রয়েছে আরও চার দল। লেবানন, মঙ্গোলিয়া ও ভানুয়াতু।


কোথায় হচ্ছে?


এবারের ইন্টারকন্টিনেন্টাল কাপ হচ্ছে ওড়িশার ভুবনেশ্বরে। সব ম্যাচই হবে কলিঙ্গ স্টেডিয়ামে।


কবে টুর্নামেন্ট?


টুর্নামেন্ট শুরু হচ্ছে ৯ জুন। চলবে ১৮ জুন পর্যন্ত।


কোন দলের ফিফা ব়্যাঙ্কিং কেমন?


চার দলের মধ্যে ফিফা ব়্যাঙ্কিংয়ে সবার ওপরে লেবানন। তারাই একমাত্র প্রথম একশোর মধ্যে। লেবাননের ব়্যাঙ্কিং ৯৯। তারপরই রয়েছে ভারত। সুনীল ছেত্রীদের ফিফা ব়্যাঙ্কিং ১০১। ভানুয়াতুর ফিফা ব়্যাঙ্কিং ১৬৪। মঙ্গোলিয়ার ফিফা ব়্যাঙ্কিং ১৮৩।


ফর্ম্যাট কী?


প্রত্যেক দলই একে অপরের বিরুদ্ধে একবার করে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল ফাইনালে খেলবে।


 






টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি


৯ জুন


লেবানন বনাম ভানুয়াতু, বিকেল ৪.৩০


ভারত বনাম মঙ্গোলিয়া, সন্ধ্যা ৭.৩০


১২ জুন


মঙ্গোলিয়া বনাম লেবানন, বিকেল ৪.৩০


ভারত বনাম ভানুয়াতু, সন্ধ্যা ৭.৩০


১৫ জুন


ভানুয়াতু বনাম মঙ্গোলিয়া, বিকেল ৪.৩০


ভারত বনাম লেবানন, সন্ধ্যা ৭.৩০ 


১৮ জুন


ফাইনাল, সন্ধ্যা ৭.৩০


কোথায় দেখা যাবে খেলা?


ইন্টারকন্টিনেন্টাল কাপের সব ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস টু ও স্টার স্পোর্টস টু HD-তে।


মোবাইল স্ট্রিমিং


স্মার্টফোনে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার। 



এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে