লাহৌর: যতদিন না নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হচ্ছে, ততদিন পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হবে না বলে সাফ জানিয়ে দিলেন আইসিসি-র চিফ এগজিকিউটিভ ডেভ রিচার্ডসন। তিনি বলেছেন, ‘আমি জানি পাকিস্তানে ক্রিকেট নিয়ে উন্মাদনা রয়েছে। সেই কারণে এদেশে আসতে আমার সবসময় ভাল লাগে। কিন্তু নিরাপত্তা পরিস্থিতিই ঠিক করে দেবে, ফের কবে থেকে আবার পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দেখা যাবে।’

এই মুহূর্তে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছে পাকিস্তান। সেই কারণে পাক অধিনায়ক মিসবা উল হকের হাতে টেস্ট চ্যাম্পিয়নশিপ পুরস্কার তুলে দিয়েছেন রিচার্ডসন। লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

২০০৯ সালের মার্চে লাহৌরেই টেস্ট ম্যাচ চলাকালীন শ্রীলঙ্কার ক্রিকেটারদের উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। তারপর থেকে দেশের মাটিতে আর পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলার সুযোগ পায়নি পাকিস্তান। মিসবারা ‘হোম সিরিজ’ খেলছেন সংযুক্ত আরব আমিরশাহিতে। বিদেশের মাটিতে খেলেও টেস্টে এক নম্বর হওয়ার জন্য পাকিস্তানের প্রশংসা করেছেন রিচার্ডসন। তাঁর আশা, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে। পাক বোর্ড সেই চেষ্টা চালাচ্ছে। তবে তার জন্য নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দূর হওয়া দরকার।