পানামার জাতীয় দলের ফুটবলারকে গুলি করে খুন
Web Desk, ABP Ananda | 16 Apr 2017 02:13 PM (IST)
ছবি সৌজন্যে ফেসবুক
পানামা সিটি: অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হল পানামার জাতীয় দলের ফুটবলার অ্যামিলকার হেনরিকেজের। পুলিশ সূত্রে খবর, নিজের বাড়ি থেকে বেরনোর সময়ই এই ফুটবলারকে গুলি করে এক বন্দুকবাজ। স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ওই বন্দুকবাজের গুলিতে আরও ২ জন আহত হয়েছেন। ৩৩ বছর বয়সি মিডফিল্ডার হেনরিকেজ পানামার জাতীয় দলের হয়ে ২০১৮ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে খেলেছিলেন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচেও পরিবর্ত হিসেবে নেমেছিলেন তিনি। এই ফুটবলারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পানামার প্রেসিডেন্ট হুয়ান কার্লোস ভ্যারেলা।