করাচি: পাকিস্তান ক্রিকেটের (Pakistan Cricket Board) প্রধান নির্বাচক হতে পারেন ইনজামাম উল হক (Inzamam Ul Haq)। তিনিই দৌড়ে এগিয়ে আছেন। টিম ডিরেক্টর হিসেবে মিকি আর্থার ও হেডকোচের পদে গ্র্যান্ট ব্র্যাডবার্নই থাকবেন কিনা আগামী তা হয়ত নিশ্চিত হয়ে যাবে আগামী সপ্তাহের মধ্যেই। এখনও পর্যন্ত কোনও সরকারি ঘোষণা এই বিষয়ে করা না হলেও পিসিবির এক সূত্র জানিয়েছেন যে ইনজামামই পিসিবির পরবর্তী প্রধান নির্বাচক হতে পারেন। এর আগে ২০১৬ ও ২০১৯ সালে এই দায়িত্ব সামলেছেন তিনি। পিসিবির টেকনিক্যাল কমিটিতে এই মুহূর্তে রয়েছেন ইনজি। তাঁর সঙ্গে সেই কমিটিতে রয়েছেন মিসবা উল হক ও মহম্মদ হাফিজ। আর্থার ও ব্র্যাডবার্ন দায়িত্বে থাকবেন কি না তাও হয়ত এই কমিটিই সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, ইনজামামের আগে আর্থারের সঙ্গে কাজ করেছেন। যার মধ্যে রয়েছে ২০১৭ সালের চ্যাম্পিমন্স ট্রফির খেতাব ছয়। এছাড়াও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে একসঙ্গে কাজ করেছেন এই জুটি।


উল্লেখ্য, কিছুদিন আগেই পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ টেকনিক্যাল কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলেন। এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন মিসবা উল হক। এই কমিটি নির্ধারণ করবে যে পাকিস্তান ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আসবে কি না। এছাড়াও পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন ইস্যু, প্লেয়ারদের চুক্তি, নির্বাচনমণ্ডলী গঠন সবকিছুই এই কমিটি নির্ধারণ করবে।


পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ নিয়ে জটিলতা


ত্রের খবর, ভারতীয় বোর্ডের কাছে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের দিন পরিবর্তনের আর্জি জানানো হয়েছে। যদিও বোর্ড এখনও সূচি পাল্টাতে রাজি বলে খবর নেই। বরং ওই দিনেই ম্যাচ করতে চায় তারা। সিএবি থেকে পাল্টা বলা হচ্ছে, নবরাত্রির জন্য আমদাবাদে ভারত-পাকিস্তানের মতো মহারণের দিন বদলানো গেলে, ইডেনে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের দিনই বা বদল করা যাবে না কেন! এ ব্যাপারে বোর্ডের সঙ্গে আরও আলোচনা করা হতে পারে।


কিন্তু জয় শাহ-রজার বিনির বোর্ড যদি একান্তই নমনীয় না হয়?