নয়া দিল্লি : ভারতীয় অলিম্পিক দলের টোকিও যাত্রার জন্য চার্টার ফ্লাইটের ব্যবস্থা করে দিয়েছেন। সেই কারণে ভারতীয় বক্সিং ফেডারেশনের সভাপতি ও স্পাইস জেটের ম্যানেজিং ডিরেক্টর অজয় সিংকে ধন্যবাদ জানাল ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন। 


এর আগে শনিবার দুই এয়ারলাইন কর্তৃপক্ষ নির্ধারিত উড়ান খারিজ করেছে। কিন্তু, ভারতীয় অ্যাথলিট এবং আধিকারিকদের বিশেষ উড়ানে নিয়ে যাওযার জন্য রাজি হয়েছে স্পাইস জেট। আগামী ১৭ জুলাই রয়েছে উড়ান। যাতে ৮১ জন ভারতীয় অ্যাথলিট ও আধিকারিক জাপানের উদ্দেশে উড়ে যাবেন।   


ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি নরিন্দর বাত্রা ও সেক্রেটারি জেনারেল রাজীব মেহতা স্পাইসজেটের অধিকর্তা অজয় সিংকে এক চিঠিতে লিখেছেন, গত ১৯ জুন দুই এয়ারলাইন কর্তৃপক্ষ তাদের নির্ধারিত উড়ান বাতিল করে দেওয়ার পর ১৭ জুলাই ৮১ জন ভারতীয় অ্যাথলিট ও আধিকারিককে নিয়ে যেতে রাজি হয়েছেন স্পাইস জেটের ম্যানেজিং ডিরেক্টর অজয় সিং। তাঁকে IOA পরিবারের তরফে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।


IOA-র তরফে বলা হয়েছে, ভারত থেকে যাওয়া অ্যাথলিটদের তিন দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বলে গত ১৮ জুন TOCOG-র তরফে সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন পরিস্থিতিতে ইভেন্টের পাঁচদিন আগে গেমস ভিলেজে প্রবেশ করতে পারবেন অ্যাথলিট এবং আধিকারিকরা। কাজেই ফ্লাইট পাল্টাতে আমরা যদি দুই দিন এবং তিন দিন কোয়ারেন্টিনের মতো পরিস্থিতিতে নষ্ট করে ফেলি, তাহলে অ্যাথলিটদের কোনও প্রশিক্ষণ ছাড়াই সোজা প্রতিযোগিতায় নামতে হত। নিজেদের ঘরে কোয়ারেন্টিন পর্ব কাটানোর পর সোজা ময়দানে নামার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে অ্যাথলিটরা যাতে ১৭ জুলাই রওনা হতে পারেন তা নিশ্চিত করার দরকার হয়ে পড়ে IOA-র তরফে। এই সংকটের মুহূর্তে IOA-কে সাহায্য করতে এগিয়ে এসেছে স্পাইসজেট।


এদিকে সম্প্রতি জাপানি সরকারের তরফে ভারতীয় অ্যাথলিটদের উদ্দেশে বলা হয়েছে, সেদেশে পৌঁছানোর তিনদিনের মধ্যে অন্য কোনও দলের কার সাথে তাঁরা যেন কোনও শারীরিক সংস্পর্শে না আসেন। এনিয়ে গতকাল প্রশ্ন তোলে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের তরফে টোকিও অর্গানাইজিং কমিটিকে চিঠি দিয়ে বিরোধিতা করা হয়।