নয়াদিল্লি: ২০২৬ বা ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের দাবি জানাবে ভারত। আজ ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, শ্যুটিং ইভেন্ট বাদ দেওয়ার কারণে ২০২২ সালের বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করা হচ্ছে।


২০১০ সালে ভারতে কমনওয়েলথ গেমস হয়েছিল। ফের গেমস আয়োজন করতে চাইছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। এ বিষয়ে সচিব রাজীব মেহতা জানিয়েছেন, ‘আমরা ২০২৬ বা ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের দাবি জানানোর সিদ্ধান্ত নিয়েছি। একইসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বার্মিংহ্যামে ২০২২ সালের গেমসে ভারতীয় দল পাঠানো হবে। বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসের আগে জাতীয় রাইফেল সংস্থা পৃথক কমনওয়েলথ শ্যুটিং চ্যাম্পিয়নশিপ আয়োজনের যে দাবি জানিয়েছিল, সেটিও অনুমোদন করা হয়েছে এদিনের সভায়। কমনওয়েলথ গেমস ফেডারেশনের কাছে এই প্রস্তাব পাঠানো হবে।’