নয়াদিল্লি: ক্রিস গেইল, আন্দ্রে রাসেলের মতো মহেন্দ্র সিংহ ধোনিকেও এবার রঙিন ব্যাট নিয়ে খেলতে দেখা যেতে পারে। পরের আইপিএল-এ এই ব্যাট ব্যবহার করতে পারেন ধোনি। একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা চাইছে, রাইজিং পুণে সুপারজায়ান্টসের অধিনায়ক রঙিন ব্যাট ব্যবহার করুন। ওই সংস্থার ক্রিকেট ম্যানেজার ক্যামেরন মার্চেন্ট বলেছেন, ‘আইপিএল-এ ধোনি রঙিন ব্যবহার করলে সেটাকে আমরা স্বাগত জানাব। উনি একজন রোলমডেল এবং প্রভাবশালী ক্রিকেটার। শিশুরা তাঁকে অনুসরণ করে।’


সম্প্রতি বিগ ব্যাশ টি-২০ লিগে কালো ব্যাট নিয়ে খেলতে নামেন রাসেল। তাঁর এই ব্যাট নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তবে রাসেল এই ব্যাট নিয়েই খেলছেন। এবার ধোনিকেও রঙিন ব্যাটে খেলতে দেখা যাবে।