নয়াদিল্লি: ফিরোজ শাহ কোটলায় আইপিএলের ৩২ তম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলস রাজস্থান রয়্যালসকে ৪ রানে হারিয়ে দিয়েছে। দিল্লিতে বৃষ্টির কারণেই বারেবারেই এই ম্যাচে বিঘ্ন ঘটে। এই হারের ফলে রাজস্থানের প্লে-অফে ওঠার সম্ভাবনা আরও ক্ষীণ হল। অন্যদিকে, দিল্লি প্লে-অফে ওঠার সম্ভাবনা জিইয়ে রাখল।
বৃষ্টির জন্য রাজস্থানের জয়ের জন্য সংশোধিত লক্ষ্য হয় ১২ ওভারে ১৫১ রান। জোস বাটলারের ২৬ বলে ৬৭ রানের ইনিংসে ভর করে প্রায় জয়ের দোরগড়ায় পৌঁছে গিয়েছিল রাজস্থান। কিন্তু শেষরক্ষা হল না।
শেষ ওভারে রাজস্থান রয়্যালসের প্রয়োজন ছিল ১৫ রান। শেষ দু’বলে ১০। ট্রেন্ট বোল্টের পঞ্চম বলে কৃষ্ণাপ্পা গৌতম চার মারার পরে অঙ্কটা খুব সহজ হয়ে দাঁড়ায়। শেষ বলে চাই ছয়। কিন্তু এক রানের বেশি করতে পারেননি গৌতম।
এর আগে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক আজিঙ্কা রাহানে। বৃষ্টির জন্য ওভার সংখ্যা ২০ থেকে কমে হয় ১৮।
অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপজয়ী দলের তারকা পৃথ্বী শ নজরকাড়া ৪৭ রানের ইনিংস খেলেন।
ঋসভ পন্তের ২৯ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংসী ইনিংস, অধিনায়ক শ্রেয়স আয়ারের চমত্কার হাফসেঞ্চুরির দৌলতে দিল্লি ১৭.১ ওভারে ৬ উইকেটে ১৯৬ রান করে। এরপর ফের বৃষ্টি শুরু হয়। ফলে রাজস্থানের জয়ের লক্ষ্য সংশোধন করা হয়।
কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ডার্সি শর্ট (২৫ বলে ৪৪) ও বাটলার ৩.১ ওভারেই ৫০ রান তুলে ফেলেন। একটা সময় মনে হচ্ছিল রাজস্থানই ম্যাচ জিতবে। কিন্তু সপ্তম ওভারে অমিত মিশ্র বলে বাটলার আউট হতেই সেই সম্ভাবনা কমে যায়।
এই ম্যাচে হারের পর পয়েন্ট তালিকায় মুম্বইয়ের থেকে এক ধাপ ওপরে সপ্তম স্থানে রাজস্থান। অন্যদিকে, ৯ ম্যাচের তিনটিতে জিতে ছয় পয়েন্ট নিয়ে তালিকায় ষষ্ঠস্থানে পৌঁছল দিল্লি।
বাটলারের চেষ্টা ব্যর্থ, বৃষ্টিবিঘ্নিত রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থানকে চার রানে হারাল দিল্লি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 May 2018 09:29 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -