পুনে: অস্থায়ী হোম গ্রাউন্ড পুনেতে এবারের আইপিএল অভিযান দুরন্তভাবে শেষ করল চেন্নাই সুপার কিংস। গ্রুপ লিগে তাদের শেষ ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির দল পাঁচ উইকেটে হারায় কিংস ইলেভেন পঞ্জাবকে। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থেকে প্লে অফে পৌঁছেছে চেন্নাই। আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে সুপার কিংস।
দু বছরের নির্বাসন কাটিয়ে গত ১০ এপ্রিল চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে প্রত্যাবর্তন ঘটেছিল সুপার কিংসের। ওই ম্যাচে রুদ্ধশ্বাস শেষ ওভারে শেষ হাসি হেসেছিল ধোনির দল। কিন্তু কাবেরী ইস্যুতে আন্দোলনের প্রভাব ওই ম্যাচ চলাকালে পড়েছিল।
এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তার কারণে বিসিসিআই ধোনির দলের সব ম্যাচ চেন্নাই থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক হয়, পুনেতে হোম ম্যাচ খেলবে চেন্নাই সুপার কিংস।
দুরন্ত পারফরম্যান্সের সুবাদে টুর্নামেন্টের শেষ চারে ওঠার পর পুনের গ্রাউন্ড স্টাফদের কাজের জন্য পুরস্কার তুলে দিলেন ধোনি। সেই সঙ্গে প্রত্যেক কর্মীকে দেওয়া হল ২০ হাজার টাকার চেক। পুরস্কার তুলে দিতে দিতে মাঠের কর্মীদের সঙ্গে স্বভাবসিদ্ধ রসিকতায় মাতলেন ধোনি। ভারতের অন্যতম সেরা অধিনায়ক তাঁদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন! এ কথা যেন অনেক কর্মীরই বিশ্বাস হচ্ছিল না। ধোনি তাঁদের সঙ্গে বেশ মজা করলেন।