নয়াদিল্লি: আসন্ন আইপিএল-এ দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক নির্বাচিত হলেন গৌতম গম্ভীর। এই অভিজ্ঞ বাঁ হাতি ব্যাটসম্যান কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন। এবার নিলামে তাঁকে ২.৮ লক্ষ টাকা দিয়ে কিনেছে দিল্লি। কেরিয়ারের শেষ প্রান্তে এসে নিজের শহরের দলের হয়েও সাফল্য পেতে চান গম্ভীর। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং এবার দিল্লির কোচ। তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে খুশি গম্ভীর।
দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর গম্ভীর বলেছেন, ‘ফের দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক নির্বাচিত হয়ে সম্মানিত বোধ করছি। এই শহরের কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার উপর। আমার দৃঢ় বিশ্বাস, যে ধরনের খেলোয়াড় আছে, তাতে দারুণ দল হয়েছে। আমাদের এই দলের সাফল্য পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স দেখিয়ে যেতে হবে। চ্যাম্পিয়ন খেলোয়াড় রিকির সঙ্গে কাজ করতে ভাল লাগবে।’
গম্ভীরের প্রশংসা করে পন্টিং বলেছেন, ‘গৌতি দীর্ঘদিন ধরে অধিনায়কত্ব করছে। ও নিজেকে আইপিএল-এর অন্যতম সেরা অধিনায়ক হিসেবে প্রমাণ করেছে। ও বড়মাপের ব্যক্তিত্ব। ও ড্রেসিংরুমে শ্রদ্ধার পাত্র। ওকে অধিনায়ক হিসেবে পেয়ে দল গর্বিত।’
এবারের আইপিএল-এ দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক গম্ভীর
Web Desk, ABP Ananda
Updated at:
07 Mar 2018 04:10 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -