নয়াদিল্লি: আজ সরকারিভাবে ১৩-তম আইপিএল-এর লিগ পর্যায়ের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল বিসিসিআই। ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। প্রথম ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। ফলে আইপিএল-এর শুরুতেই মুখোমুখি রোহিত শর্মা ও মহেন্দ্র সিংহ ধোনি। এখনও সরকারিভাবে নক-আউট পর্যায়ের সূচি প্রকাশ করেনি বিসিসিআই। তবে সূত্রের খবর, ফাইনাল হবে ২৪ মে।
এবারের আইপিএল-এর সূচি অনুযায়ী, গোটা প্রতিযোগিতায় বিকেল চারটে থেকে শুরু হবে মাত্র ৬টি ম্যাচ। এর মধ্যে দু’টি ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। এর মধ্যে প্রথম ম্যাচ ১৯ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ফিরোজ শাহ কোটলায়। পরের ম্যাচটি কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ২৬ এপ্রিল মোহালিতে।
এবারের আইপিএল-এ রবিবার ছাড়া আর কোনওদিন দু’টি ম্যাচ হবে না। বাকি দিনগুলিতে একটি করে ম্যাচ হবে রাত আটটা থেকে। লিগ পর্যায়ের শেষ ম্যাচ ১৭ মে। চিন্নাস্বামী স্টেডিয়ামে সেই ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে রোহিতের মুম্বই।
এবারের আইপিএল-এ বিকেল চারটে থেকে ম্যাচ হবে মাত্র ৬টি, জোড়া খেলা শুধু রবিবার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Feb 2020 06:02 PM (IST)
এবারের আইপিএল-এ রবিবার ছাড়া আর কোনওদিন দু’টি ম্যাচ হবে না।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -