গো এয়ারের এক মুখপাত্র জানিয়েছেন, ‘আমদাবাদ থেকে বেঙ্গালুরুগামী জি৮ ৮০২ উড়ানের ডানদিকের ইঞ্জিনে আগুন ধরে যায়। আগুন অবশ্য বড়মাপের কিছু ছিল না। কিছুক্ষণের মধ্যেই আগুন নিভিয়ে দেওয়া যায়। পাখির ধাক্কাতেই এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। গো এয়ারের ইঞ্জিনিয়ারিং দল বিমানটি পরীক্ষা করছেন। সব যাত্রী ও কর্মী নিরাপদেই আছেন। বেঙ্গালুরু বিমানবন্দরের রানওয়ে বিকেল তিনটের মধ্যে বন্ধ হয়ে যাবে। সেই কারণে দুপুর দেড়টায় বিকল্প উড়ানের ব্যবস্থা করে যাত্রীদের বেঙ্গালুরু পাঠিয়ে দেওয়া হয়।’