মুম্বই: আগামী সেপ্টেম্বর থেকে আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হবে। বাকি ৩১ টি ম্যাচ আমিরশাহিতে হবে। সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে শুরু দ্বিতীয় পর্বের আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে চেন্নাই ও মুম্বই। করোনা আবহে এই টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআই ক্রিকেটারদের সুরক্ষা নিয়ে আরও কঠোর হচ্ছে। এই জন্যই আমিরশাহিতে মোট ১৪টি জৈব সুরক্ষা বলয় গড়ে তোলা হবে। 


বোর্ডের তরফে ৪৬ পাতার একটি রিপোর্ট পেশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ত্রিকেটারদের শারীরিক সুরক্ষার কথা ভেবে নতুন নিয়ম করা হয়েছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার থেকে শুরু করে সাপোর্ট স্টাফ সবাইকেই জৈব সুরক্ষা বলয়ে ঢোকার আগে ৬ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়াও ১৪ টি জৈব সুরক্ষা বলয় গড়ে তোলা হবে। 


এর আগে দেশের মাটিতে শুরু হয়েছিল এই মরসুমের আইপিএল। করোনা আবহের মধ্যেই শুরু হয়েছিল অলিম্পিক্স। কিন্তু পরপর অনেক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় টুর্নামেন্ট মাঝপথেই বন্ধ করে দিতে বাধ্য হয় বিসিসিআই। এই নিয়ে পরে বিস্তর আলোচনাও হচ্ছিল যে আদৌ পরবর্তীতে এই আইপিএল আয়োজন করা হবে কিনা এই মরসুমে। 


গত বছর আমিরশাহিতে আয়োজন করা হয়েছিল আইপিএল। করোনা আবহেও গত আইপিএল দুবাইয়ে আয়োজন  হওয়ার পর প্রশংসা কুড়িয়েছিল। এরপর থেকেই প্রশ্ন উঠছিল যে এবারও তাহলে আমিরশাহিতেই আয়োজন করা হোক আইপিএল। কিন্তু বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ভীষণভাবে চেয়েছিলেন যাতে দেশের মাটিতেই আইপিএল আয়োজন করা যায়। এরপরই বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে আমিরশাহিতেই আইপিএলের বাকি ম্যাচ আয়োজিত হবে।


এবার রবিবার দিনক্ষণও চূড়ান্ত হয়ে গেল। দুবাই, আমিরশাহি ও শারজাতে ম্যাচগুলো আয়োজিত হবে। দুবাইয়ে টুর্নামেন্টের ফাইনাল আয়োজিত হবে আগামী ১৫ অক্টোবর। এর আগে ১০ অক্টোবর প্রথম কোয়ালিফায়ার ম্যাচও হবে দুবাইয়ে। এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ হবে যথাক্রমে ১১ ও ১৩ অক্টোবর।