নয়াদিল্লি:রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নবম আইপিএল-এর প্লে-অফে রবিবার পৌঁছে দিল বিরাট কোহলির অপরাজিত ৫৪। এরসঙ্গে টি-২০ ফর্ম্যাটের দুটি রেকর্ডও গতকাল ভেঙেছেন কোহলি।


রবিবার দিল্লি ডেয়ারডেভিলস-এর বিরুদ্ধে ম্যাচের শুরুতে ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্সের উইকেট খুইয়ে বড় রানের পাহাড়ের সামনে পড়ে যায় আরসিবি। তারপর বিরাটের অপরাজিত ৫৪ শুধু তাঁর দলকে প্লে-অফেই পৌঁছে দেয়নি, তিনি ভেঙেছেন এবং গড়েছেন একাধিক রেকর্ডও।

নবম আইপিএল-এ বহু রেকর্ডই তিনি ভেঙেছেন। একবছরে টি-২০ ফর্ম্যাটে সবচেয়ে বেশি অর্ধশতরান করার রেকর্ড এখন কোহলির পকেটে। এর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন ক্রিস গেইল। এছাড়াও ইংল্যান্ডের জ্যাসন রয়-এর টি-২০ টুর্নামেন্টে সবচেয়ে বেশি অর্ধ শতরান করার যে রেকর্ড ছিল তাও রবিবার ভেঙে দেন কোহলি। গতকাল তাঁর  রেকর্ড ব্রেকিং পারফর্ম্যান্স আরসিবি-কে প্লে-অফ-এর দ্বিতীয় স্থানে পৌঁছে দিয়েছে। এখন আরসিবিকে শুধু দুটো ম্যাচই খেলতে হবে ২৯ মে-র ফাইনালে পৌঁছতে।