কলকাতা: নাইট রাইডার্স শিবিরে স্বস্তির খবর। দলের কোচ জ্যাক কালিস জানিয়েছেন, ব্যাটসম্যান ক্রিস লিনের চোট যে রকম ভাবা হয়েছিল, আদতে ততটা গুরুতর নয়। এবারের আইপিএলে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়ার পর আশঙ্কা করা হচ্ছিল যে, লিন হয়ত এবারের আইপিএলে আর খেলতেই পারবেন না। উল্লেখ্য, গত দু বছরের মধ্যে তৃতীয়বার ডান কাঁধে চোট পেয়েছিলেন তিনি।
কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের আগে গতকাল কালিস বলেছেন, লিনের কাঁধের স্ক্যান করা হয়েছে। তাঁর চোট যতটা ভাবা হয়েছিল ততটা গুরুতর নয়। দলের মেডিক্যাল টিম লিনের কাঁধের চোটের দেখভাল করছে এবং যতটা সম্ভব তাড়াতাড়ি তাঁকে মাঠে ফেরানোর চেষ্টা চলছে। চলতি আইপিএলে দলের হয়ে ফের তাঁকে দেখা যাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।
তবে লিনের ম্যাচ ফিট হতে কত সময় লাগবে সে বিষয়ে কিছু বলেননি কালিস। কোচ বলেছেন, এত তাড়াতাড়ি এর উত্তর দেওয়া সম্ভব নয়। দলেরও এ বিষয়ে কোনও তাড়া নেই। যখন লিন মনে করবেন যে তিনি খেলতে পারবেন তখন দলের মেডিক্যাল টিম তাঁর পরীক্ষা করবে। লিন ফিট হয়ে উঠলে অবশ্যই তাঁকে দলে সামিল করা হবে।
স্বস্তির খবর নাইট শিবিরে, ক্রিস লিনের চোট ততটা গুরুতর নয়, জানালেন কালিস
ABP Ananda, web desk
Updated at:
13 Apr 2017 12:16 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -