চেন্নাই: সারা বিশ্বকে মহেন্দ্র সিংহ ধোনি দেখিয়ে দিয়েছেন যে, বয়স একটা সংখ্যামাত্র। গতকাল রাতে আইপিএলের ফাইনালে তাঁর দল চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টের শুরু থেকেই চেন্নাই দলে তুলনায় বেশি বয়সের ক্রিকেটার থাকায় অনেকেই ভ্রু কুঁচকে ছিলেন। কিন্তু ধোনি ট্রফি জয়ের পর বললেন, বয়স একটা সংখ্যামাত্র। ফিটনেসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এরইমধ্যে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ওই ভিডিওতে ৩৬ বছরের ধোনির অ্যাথলেটিজমের একটা নিদর্শন পাওয়া গিয়েছে।
দলকে তৃতীয়বার চ্যাম্পিয়ন করার পর চেন্নাইয়ের অধিনায়ক ধোনিকে দেখা গেল সহ খেলোয়াড় ডোয়েন ব্র্যাভোকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে। চ্যালেঞ্জটা ছিল তিন রান নেওয়ার। আজ চেন্নাই সুপার কিংসের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে সংক্ষিপ্ত ভিডিওটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, গতকাল জয়ের পর যখন থালা চ্যাম্পিয়নকে তিন রানের দৌড়ে চ্যালেঞ্জ জানালেন! বলতে পারেন জিতলেন কে?
ভিডিওতে ধোনিকে ব্র্যাভোর সঙ্গে তিন রানের চ্যালেঞ্জে ছুটতে দেখা গিয়েছে। লড়াইটা সমানে সমানে হলেও শেষপর্যন্ত ফটোফিনিসে ব্র্যাভোকে মাত করলেন মাহি।