মুম্বই: মহেন্দ্র সিংহ ধোনি ও চেন্নাই সুপার কিংস যেন মেড ফর ইচ আদার। দু বছর নির্বাসন কাটিয়ে আইপিএলে ফিরেই চ্যাম্পিয়ন হয়েছে ধোনির দল। তাঁর নেতৃত্বে এই নিয়ে তৃতীয়বার আইপিএল জিতল চেন্নাই সুপার কিংস। ট্রফি জয়ের পর নির্লিপ্ত ভঙ্গিতেই দেখা গিয়েছে ক্যাপ্টেন কুলকে। তবে মাঠে নেমে বেশ হুটোপুটি করতে দেখা যায় তাঁর মেয়ে জিভাকে। বাবার দল জিতেছে। চেন্নাইয়ের ক্রিকেটাররা সবাই আনন্দে মেতেছেন। এরইমধ্যে ক্যামেরায় বারবার ধরা পড়েছে মাঠে ধোনি-কন্যার দস্যিপনা। ধোনি ও চেন্নাইয়ের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে তাকে খেলায় মাততে দেখা যায়।
ট্রফি জেতার পর ইন্সটাগ্রামে মেয়ে জিভা ও স্ত্রী সাক্ষীর ছবি পোস্ট করে ধোনি জানিয়েছেন, জিভা তখন ঠিক কী চাইছিল। নিজের ইন্সটাগ্রাম পোস্টের ক্যাপশনে জয়ের নায়ক শেন ওয়াটসনের কথা উল্লেখ করেছেন ধোনি। সেইসঙ্গে জিভাকে নিয়েও লিখেছেন। তিনি বলেছেন, ট্রফি নিয়ে জিভার কোনও আগ্রহই ছিল না, আসলে ও মাঠে ছোটাছুটি করতে চাইছিল।