কলকাতা: গতকাল আইপিএলের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নাইট রাইডার্সের জয়ে নজর কেড়েছেন তরুণ ব্যাটসম্যান শুভমান গিল। অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের এই ক্রিকেটার রান তাড়া করতে নেমে চাপের মুখেও অনবদ্য ইনিংস খেলেছেন। ৫৭ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর দল নাইট রাইডার্স চেন্নাইকে হারিয়েছে ৬ উইকেটে।
শুভমানের ইনিংস ক্রিকেট বিশেষজ্ঞদের প্রশংসা আদায় করে নিয়েছে। দলের খেলোয়াড়রাও এই তরুণ প্রতিভার ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন। তাঁদেরই একজন অভিজ্ঞ স্পিনার পিযূষ চাওলা। তিনি বলেছেন, টুর্নামেন্ট শুরুর আগেই, আমাদের ক্যাম্প চলার সময়ই বলেছিলাম....ওর প্রতিভা রয়েছে। আজ তা প্রমাণিত হল।
নীতীশ রানার চোটের কারণে দলে না থাকায় ব্যাটিং অর্ডারে চার নম্বরে তুলে আনা হয় শুভমানকে। সাত নম্বরের পরিবর্তে তাঁর চেনা পজিশনে নেমেই নিজের জাত চিনিয়ে দিলেন তিনি।
জয়ের জন্য ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আইপিএলে তাঁর প্রথম হাফসেঞ্চুরি করেন শুভমান। অনূর্দ্ধ ১৯ দলের সহ খেলোয়াড় পৃথ্বী শ, সঞ্জু স্যামসন এবং ঝসভ পন্তের পর চতুর্থ কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে হাফসেঞ্চুরি করলেন তিনি।
চাওলা বলেছেন, নীতীশ চোট পেয়েছিল। সেই জায়গায় নেমে দলের পক্ষে খুব ভালো পারফর্ম করল ও। আমাদের এমন একজন কাউকে প্রয়োজন ছিল যে ইনিংস টেনে নিয়ে যাবে। ও সেই কাজটাই করেছে, যা ওর কাছ থেকে দল চাইছিল।