এবারের আইপিএল-এর নিলামে ঈশানকে ৬.২ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে মুম্বই। আইপিএল-এ এখনও পর্যন্ত ২০টি ম্যাচ খেলে ২১.৬৮ গড়ে ৪১২ রান করেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। চোট পাওয়া ঈশান কিষানের কাছে ক্ষমা চাইলেন হার্দিক পাণ্ড্য
Web Desk, ABP Ananda | 19 Apr 2018 05:32 PM (IST)
মুম্বই: তাঁর থ্রোয়ের ফলেই চোট পাওয়ায় মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থ ঈশান কিষানের কাছে ক্ষমা চাইলেন হার্দিক পাণ্ড্য। তিনি ট্যুইট করে উইকেটকিপার ঈশানের কাছে ক্ষমা চেয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে চোট পান ঈশান। ব্যাঙ্গালোরের ইনিংসের ১৩-তম ওভারে পাণ্ড্য একটি বল উইকেটকিপারের দিকে ছুড়ে দেন। বলটি লাফিয়ে উঠে ঈশানের চোখের উপরে লাগে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে চিকিৎসার জন্য মাঠের বাইরে নিয়ে যেতে হয়। তাঁর বদলে মাঠে আসেন আদিত্য তারে।