দেখুন: দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে হার্দিক পান্ড্যর অবিশ্বাস্য ক্যাচ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Apr 2018 11:38 AM (IST)
নয়াদিল্লি: চলতি আইপিএলে এখনও পর্যন্ত কোনও জয় পায়নি মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে টুর্নামেন্টে তাদের তৃতীয় ম্যাচেও বড় রান তুলেও হারতে হল রোহিত শর্মার দলকে। এই হারের মধ্যেও মুম্বইয়ের অলরাউন্ডার হার্দিক পান্ড্যর একটা ক্যাচ দর্শকদের মুগ্ধ করেছে। দিল্লির ব্যাটিংয়ের সময় ১৪ তম ওভারে ক্রুনাল পান্ড্যর বলে গ্লেন ম্যাক্সওয়েল দারুণ একটা শট খেলেন। বল প্রায় মাঠের বাইরে চলে যাচ্ছিল। কিন্তু হার্দিক অনেকটা দৌড়ে এসে 'সুপারম্যানে'র মতো শূন্যে শরীর ছুঁড়ে বলটি তালুবন্দী করলেন। হার্দিকের এই ক্যাচ দেশে দর্শকরা তো বটেই খেলোয়াড়রাও চমকিত হয়ে যান। ম্যাক্সওয়েলের কার্যত বিশ্বাসই হচ্ছিল না যে, তিনি এভাবে আউট হয়ে গিয়েছেন!