সোমবার রাতে দিল্লির বিরুদ্ধে ফের ধোনি-রায়াডুর জুটিতে শেষ ছয় ওভারে যোগ হল ৭৯ রান। তবে শেষ ওভারের একেবারে শেষ বলে যা হল তাতে হেসে ফেলল খোদ চেন্নাই শিবিরই।
দিল্লির ট্রেন্ট বোল্ট শেষ ওভারে বল করছিলেন। শেষ বলে ব্যাট করছিলেন ধোনি। বাউন্সার দেন বোল্ট। ধোনি পুল করতে যান। কিন্তু বলে ব্যাটের কানায় লেগে পিছন দিকে চলে যায়। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে কঠিন ক্যাচ ধরার চেষ্টা করলেও সফল হননি উইকেটরক্ষক ঋসভ পন্ত।
এ সব ঘটনার মধ্যেই রায়াডু একটা রান চুরি করে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ধোনির সেই ইচ্ছে ছিল না। রায়াডু স্টাইকিং প্রান্তে পৌঁছে গেলে ধোনি তাঁকে ফেরত পাঠান। কিন্তু অন্য প্রান্তে তিনি পৌঁছনোর আগেই বোল্টের থ্রো-তে রান আউট হয়ে যান তিনি।
ওই সময়ই ক্যামেরা ঘোরে চেন্নাইয়ের ডাগ-আউটের দিকে। স্টিফেন ফ্লেমিং ও ডোয়েন ব্র্যাভো পুরো ঘটনায় হেসে ফেলতে দেখা যায়।
ধোনি ২২ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। চেন্নাই চার উইকেটে ২১১ রানের বিশাল স্কোর খাড়া করে।
৪১ রানের ইনিংস রায়াডুকে অরেঞ্জ ক্যাপের লড়াই এগিয়ে রেখেছে। আট ম্যাচে ৪৬.২৫ গড়ে ১৫৬.১১ স্টাইক রেটে তাঁর সংগ্রহ ৩৭০ রান।
অন্যদিকে, আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী পাঁচজনের তালিকায় উঠে এলেন ধোনি। সর্বোচ্চ গড়ের তালিকায় সেরা ১০ জনের মধ্যে প্রথম স্থানে ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর গড় ৭১.৫০, স্ট্রাইক রেট ১৬৯.২৩।